শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৪৪ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি ওদের!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৪

015834128_40100
পূর্বাশা ডেস্কঃ
দেখতে দেখতে পেরিয়ে গেল ৪৩ বছর। আজ আমরা স্বাধীন। কিন্তু স্বাধীন হবার পরেও যাদের বুকের তাজা রক্তের আত্মত্যাগে আমাদের এই অর্জন, ৪৪ বছর পরে এসেও মুক্তিযোদ্ধাদের পরিবারের অনেকে পায়নি স্বীকৃতি টুকু। বহু বছর ধরে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন মুক্তিযুদ্ধে পিতৃহারা সন্তান আর স্বামী হারা নারীরা। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাদের ভাগ্যে এই বেদনা শুধু তাদের একার নয়, আমরাও সেই বেদনায় বেদনাসিক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ২ হাজার টাকার চেকের পর আর কেউ খোঁজ রাখেনি তাদের।
এদিকে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা আর স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়ার জন্য স্বজন হারাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও বধ্যভূমি সংরক্ষণ কমিটির নেতারা। আর জেলা প্রশাসক জানান, বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।
১৯৭১ সালে যখন দুই সন্তানের জননী। নিজের চোখের সামনে স্বামীর নির্মম মৃত্যু দেখেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের রেজিয়া বেওয়া। কেবল বাঙ্গালী হওয়ার কারণে সেদিন তার স্বামী, দেবর ভাসুর, ভাতিজাসহ একই পরিবারের ৮ জনকে পাখির মতো গুলি করে মারে পাকিস্তানী সৈন্যরা। সেই স্মৃতি মনে হলে নিজেকে আর ধরে রাখতে পারেন না তিনি। জন-প্রতিনিধি বা প্রশাসন কেউই খবর রাখে নি তার। মেলেনি কোনো স্বীকৃতিও। জেলায় শুধু রেজিয়া নন মুক্তিযুদ্ধে স্বজন হারা অন্যদেরও একই অবস্থা।
মুক্তিযোদ্ধাদের সহযোগিতা আর স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়ার কারণে স্বজন হারাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবী মুক্তিযোদ্ধা ও বদ্ধভুমি সংরক্ষণ কমিটির।
এদিকে গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী জানান, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।
যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয়, তাদের উত্তরসূরিদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া সম্ভব কিনা সেটি ভেবে দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি