বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিন্দী কুরুচিপূর্ণ গানের মিউজিকে নেচে-গেয়ে কুমিল্লার পাড়া-মহল্লায় বিজয় দিবস উদযাপন !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু||
মাথায় জাতীয় পতাকা বেধেঁ ভারতীয় কুরুচিপূর্ণ গানের মিউজিকে রাত-ভর নেচে-গেয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মহান বিজয় দিবস উদযাপন করতে দেখা গেছে যুবক-তরুনদের। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লক্ষ শহীদের আতœত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা গভীর শ্রদ্ধা আর ভালবাসায় উদযাপন না করে ভারতীয় গানের মিউজিকে জাতীয় পতাকা মাথায় বেধেঁ নাচানাচি করে মহান বিজয় দিবসকে অপমানের পাশাপাশি শহীদদেরও অপমান করা হচ্ছে। এভাবে এ সংস্কৃতি চলতে থাকলে মহান বিজয় দিবস ডিস্কো পার্টিতে পরিণত হবে। এতে করে মহান বিজয় দিবস যেমন কলুষিত হবে তেমনি অসম্মান জানানো হবে লাখো শহীদ ও তাদের পরিবার-পরিজনদের। মহান বিজয় দিবসে এমন কুরুচিপূর্ণ গানে নাচানাচি, মাইকে উচ্চস্বরে ভারতীয় গান সম্প্রচার সমাজের বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কুমিল্লা নগরীর নুরপুর, বজ্রপুর, চকবাজার, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি, নানুয়াদিঘীরপাড়, রেইসকোর্স, রাজগঞ্জ, কাটাবিল, চর্থা, দিগাম্বরীতলাসহ বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত স্থানীয় তরুন-যুবকরা ভারতীয় কুরুচিপূর্ণ গান মাইকের মাধ্যমে সম্প্রচার করেছে। আবার এসব গানের মিউজিকের তালে নেচে-গেয়ে রাতভর পার্টিতে মজে ছিলো তরুন-যুবকরা।
জাতীয় সংগীত ও দেশাত্ববোধকগানকে অপমানঃ
পাড়া-মহল্লায় তরুন-যুবকরা ভারতীয় কুরুচি গানের সাথে মাঝে-মধ্যে জাতীয় সংগীত ও দেশাত্ববোধ গানও মাইকে সম্প্রচার করতে শোনা গেছে। এতে করে জাতীয় সংগীত আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি’’ ও দেশাত্ববোধক গানগুলোকে ভারতীয় কুরুচিপূর্ণ গানগুলোর কাতারে ফেলে দিয়েছে। এতে করে অপমানিত করা হচ্ছে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গানগুলোকে। ছোট শিশুদের কাছেও এক সময় জাতীয় সংগীত আর ভারতীয় গান এক মনে হবে । তারা হয়তো জানবে না জাতীয় সংগীত শ্রদ্ধার সহিত দাড়িয়ে গাইতে হয়, শুনতে হয়। জাতীয় সংগীতকে মনের গভীর থেকে শ্রদ্ধা জানাতে হয়, ভালবাসতে হয়।
জাতীয় পতাকাকে অসম্মান
জাতীয় পতাকা দর্শকরা খেলা দেখার সময় মাথায় বাধঁতে দেখা যায়। কিন্তু জাতীয় পতাকা মাথায় বেধেঁ ভারতীয় করুচিপূর্ণ মিউজিকের তালে যখন তরুন-যুবকরা নাচানাচি করে, তা তখন অপমান ও অসম্মানের পর্যায়েই পড়ে। জাতীয় পতাকা তো মাথায় বেধেঁ কুরুচিপূর্ণ গানে নাচাঁর জন্য নয়। নয় মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সবুজের বুকে লাল বৃত্ত সম্বলিত স্বাধীনতার স্বাক্ষী এই জাতীয় পতাকাকে অসম্মান জানানোর জন্য তো ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। মহান বিজয় দিবসে ভারতীয় গানে জাতীয় নেচে-গেয়ে জাতীয় পতাকা অসম্মান জানানো হচ্ছে। বিজয় দিবসে নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, জাতীয় পতাকা মাথায় বেধেঁ স্থানীয় রাজনীতিবিদদের নামে শ্লোগান দিচ্ছে আর তরুন-যুবকরা নাচঁতে নাচঁতে মিছিল করে যাচ্ছে। এতে করে জাতীয় পতাকাকেও অসম্মান জানানো হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি