শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাথমিক শিক্ষার ঝরে পড়া রোধে করণীয় ঃ প্রেক্ষিত চান্দিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৪

Chandina picture 29-09-14
শেখ ছালেহ আহাম্মদ,
উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা, কুমিল্লা।

একটি দেশের উন্নয়নে সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার বিকল্প কিছু নেই। ঝরে পড়া রোধ করার জন্য আমাদের অবশ্যই নিমোক্ত বিষয়গুলোর দিকে নজর দিতে হবে ঃ
নিয়মিত মা সমাবেশ ঃ নিয়মিত মা সমাবেশ করার মাধ্যমে আমরা আনকাংশে ঝরে পড়া রোধ করতে পারি। মা সমাবেশ পরিবারের বাবাকেও অংশগ্রহণ করাতে হবে। সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়ে সমাবেশে অংশগ্রহণ করাতে হবে।
উপবৃত্তি প্রদান ঃ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের এক ইতিবাচক ও যুগান্তকারী কর্মসূটি। “প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প” দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক স্তরে ছাত্র-ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়ার হার রোধকরণ, শিক্ষা চক্রের সমাপ্তির হার বৃদ্ধিকরণ, শিশুশ্রম রোধ ও দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
কোমলমতি শিশুদের সাথে সহনীয় আচরণ ঃ কোমলমতি শিশুদের সাথে শিক্ষকরা সহণীয় আচরণ করতে হবে। তাদের কোন প্রকার আঘাত করা যাবে না, খুব ধর্য্য সহকারে তাদের কথা শুনতে হবে এবং “খেলতে খেলতে শিখবে শিশু” ধারণাটি মাথায় রাখতে হবে।
শিশু শ্রম ঃ শিশু শ্রম আইনত দন্ডনীয় অপরাধ। তা আমাদের বিভিন্ন সমাবেশের মাধ্যমে প্রচার করে মানুষকে সচেতন করতে হবে, চান্দিনার গ্রামাঞ্চলে শ্রেণি পাঠ দানের সময় টমেটোর ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে পরিবারকে আর্থিক সহায়তা করতে দেখা যায়। যা শিশুকে ঝার পড়তে সহায়তা করে, সকল শিশুকে সকল প্রকার শ্রম থেকে মুক্তি দিতে হবে।
স্কুল ম্যানেজম্যান্ট কমিটি ঃ স্কুল ম্যানেজম্যান্ট কমিটিকে অবশ্যই ঝরে পড়া রোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্কুল ম্যানেজম্যান্ট কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের সহযোগীতায় নির্ধারিত মানদত্ত অনুযায়ী নিরপেক্ষ পরিবার চিহ্নিত করে উপবৃত্তি প্রাপ্তি যোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা প্রণয়ন সহ ঝষরঢ় এর টাকা শিক্ষার মান উন্নয়ন ও শিখন বাব্দব পরিবেশ সৃষ্টিতে ব্যয় হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
হোম ভিজিট ঃ পর পর ১৫ দিন ধরে অনুপস্থিতির তালিকা প্রেরণ উপজেলা শিক্ষা অফিসে এবং কোন শিক্ষার্থী ৩ দিন অনুপস্থিত থাকলেই তাকে হোম ভিজিটের মাধ্যমে স্কুলে নিয়মিত করা নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের আগমন- প্রস্থান ঃ শিক্ষকদের সঠিক সময়ে আগমন- প্রস্থান শিশুর স্কুল থেকে ঝরে পড়া অনেকাংশে হ্রাস করতে পারে।সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঃ সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার অধীনের স্কুলগুলোর মনিটরিং এর মাধ্যমে চান্দিনা উপজেলার ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনতে পারেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি