বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশু জিয়াদের নিথর দেহ, আমরা হতাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু
জিয়াদ সাড়ে ৩ বছরের এক কোমলমতি শিশু। গতকাল বিকেল থেকে শাহজাহানপুর রেলওয়ে কলোনীর এই শিশুটি জাতির সন্তানে পরিণত হয়। সারা দেশবাসি দু হাত তুলে সৃষ্টিকর্তার কাছে জীবিত জিয়াদকে উদ্ধারের জন্য প্রার্থনা করেছে। সবার নজর ছিল টিভির দিকে । কখন জিয়াদকে জীবিত উদ্ধার করা হবে এই ভাবনায় মশগুল ছিল সারা দেশবাসী গভীর রাত পর্যন্ত। সারাদেশের মানুষ রাতের ঘুমকে বিসর্জন দিয়ে সকলেই জিহাদের পানে চেয়ে থেকেছে।
অবশেষে আজ শনিবার বিকেল ৩ টায় দেশবাসির অপেক্ষার অবসান ঘটল । জিয়াদকে উদ্ধার করা হয়েছে ৬০০ ফুট গভীর পাইপ থেকে। জিয়াদ বেচেঁ নেই। জিয়াদের নিথর দেহ দেখে মনটা পুরোপুরি ভেঙ্গে গেল । আসলে আমরা হতাশ । এক চরম হতাশা কুকড়ে কুকড়ে খাচ্ছে আমাদের।
কোমলমতি শিশু জিয়াদের জীবন নিয়ে নিয়ে ধারাবাহিক নাটক বানানো হল। আর নাটকের পরিচালক হলেন ফায়ার সার্ভিস লোকরা। তারা কত মিথ্যে কথা বলল মিডিয়ার সামনে। কত নোংরা, অপদার্থ, অযোগ্য, কত বড় দালাল তারা। সন্ধ্যায় উদ্ধার কর্মীরা বলল, জিয়াদ তাদের ডাকে সাড়া দিয়েছে। জুস খেয়েছে। কাথাঁ পাঠানো হয়েছে জিয়াদের জন্য । জিয়াদ কয়েকবার দড়ি, পাইপ ধরে উঠার চেষ্টা করেছিল। পরে ছিটকে পড়ে ব্যথা পেয়ে আর দড়ি ধরছে না। জিয়াদ দুর্বল হয়ে গেছে। ইত্যাদি ইত্যাদি অনেক কথা।
রাত ১১ টার দিকে রানা প্লাজার উদ্ধার কর্মী বশির নিজে পাইপের ভিতর নামতে চেয়েছিল জিহাদকে উদ্ধারের জন্য। উদ্ধার কর্মীরা তাকে নামতে দেয়নি। কেন দেয়নি , তা কেবল তারাই জানে। রানা প্লাজার ওই উদ্ধার কর্মী কত লোকের প্রাণ বাচিঁয়েছিল। আর ওই লোকটি যখন একটি শিশুকে পুনরায় জীবিত উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে আসল, তখনি বাঁধ সাধল ফায়ার সার্ভিসের লোকরা।
রানা প্লাজার উদ্ধার কর্মী বশির যে জিয়াদকে জীবিত উদ্ধার করতে পারত, তা বলছি না। হয়ত পারতো ।
রাত সাড়ে ৩ টা পর্যন্ত টিভির সামনে বসে ছিলাম। পরে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী, একজন গোয়েন্দা, উদ্ধার কর্মীরা ২৮০ ফুট পর্যন্ত ক্যামেরা পাঠিয়ে তোলা ছবি দেখে ঘোষণা দিলেন ভেতরে মানব দেহের অস্তিত্ব নেই। আছে টিকটিকি, ব্যাঙ । আছে বস্তা, কিছু দড়ি । জিয়াদের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল।
কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বস্তা, দড়ি সরিয়ে পানির ভিতর উদ্ধার কাজ পরিচালনা করল না। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন উদ্ধার কর্মীরা রাতভর তামাশা করল ফুলের মত নিষ্পাপ একটি শিশুর জীবন নিয়ে।
অবশেষে আজ বিকেল ৩টার দিকে স্থানীয় এলাকাবাসির বেসরকারি উদ্যোগে শিশু জিহাদের মৃত দেহ উদ্ধার করল ।
এতেই প্রমাণিত হল সরকারের গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিসের পদ দখল করে বসে আছে অযোগ্য, অপদার্থরা। তাদের চেয়ে সাধারণ মানুষের ধ্যান-ধারণা অনেক সূদুর প্রসারি। হয়ত জিহাদকে জীবিতই উদ্ধার করা যেত, যদি উদ্ধার কর্মীদের মধ্যে আন্তরিকতা থাকত। উদ্ধার কর্মীরা জিয়াদের উদ্ধার অভিযানকে শত বর্ষের ধারাবাহিক নাটকে পরিণত করেছে। আর জিয়াদ হল সেই ধারাবাহিক নাটকের বলি।

ধিক্কার, বুক ভরা ঘৃণা তাদের জন্য যারা জিয়াদকে নিয়ে রাতভর নাটক করল । তারা বলল জিয়াদ জীবিত, ডাকে সাড়া দিচ্ছে, জুস খেয়েছে, দড়ি আর ধরছে না। কেন এই মিথ্যে আশ্বাস, কেন এই নাটক ? এই শিশুটির কি অপরাধ ছিল ? এই ছেলেটির জীবন নিয়ে নাটক বানিয়ে হতাশ করল ১৬ কোটি মানুষকে। হায়রে বাংলাদেশ।
৩০ লাখ শহীদের আতœত্যাগে অর্জিত এই স্বাধীন দেশে জিয়াদের মত নিষ্পাপ শিশুদের জীবন নিয়েও খেলা হয়। এ খেলা নোংরা খেলা ।
অনেকের মত আমিও হতবাক । জিহাদের এমন পরিণতি দেখতে চাইনি। জিহাদের মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। গতকাল পর্যন্ত অচেনা জিয়াদ মনের অজান্তেই অনেক আপন হয়ে গেছে। জিয়াদ যেন আমার পরিবারেরই একজন । আর তাইতো জিয়াদের মত স্বজন হারানোর ব্যথা আমাদের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে।
গতকাল সন্ধ্যা থেকে সারা বাংলাদেশের নজর ছিল এ উদ্ধার অভিযানে। কেন যেন মনে হয়, উদ্ধার কর্মীরা গভীররাত পর্যন্ত সারা দেশবাসীকে এ অভিযানে মশগুল রাখতে চেয়েছিল। তারা এতে সফলও হয়েছে। মানুষ ভুলেও গিয়েছিল গাজীপুরের খালেদার মহাসমাবেশ, ১৪৪ ধারা কিংবা হরতালের কথা। সবাইর ধ্যান ছিল জিয়াদের উদ্ধার অভিযানে। দেশের সবগুলো ইলেক্ট্রনিক্স মিডিয়া লাইভ কাভারেজ করল।
আমি প্রথমে লিখেছিলাম, জিয়াদের জীবন নিয়ে নিয়ে ধারাবাহিক নাটক বানানো হয়েছে।
উদ্ধার অভিযানে অনেক নাটক হয়েছে, অভিযানে অবহেলা চোখে পড়ার মত। রাত ১১ টায় বলা হলো জিহাদ জুস খেয়েছে। কিন্তু পাইপের মধ্যে ফেলা রশি সে ঠিকমত ধরতে না পারায় এখনো তাকে উপরে আনা সম্ভব হচ্ছে না। এর আগে বলা হয়েছে রশির মাধ্যমে জিহাদকে প্রায় ১শ ফুট উপরে তুলতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা। কিন্তু সে নিজের ভার ধরে রাখতে না পারায় আবারো সে নিচে পড়ে যায়। রাতভর ফায়ার সার্ভিসের সদস্যরাও জিহাদকে উপরে তোলার যে আপ্রাণ চেষ্টার দেখিয়েছে তা শুধু মিডিয়ার বদৌলতেই দেশের আপামর মানুষ দেখেছে। অনেক দেরিতেই জিহাদকে পাইপ থেকে তোলার জন্যে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। কিন্তু আগেই কেন এই ব্যবস্থা নেয়া হলো না।
জানা যায়, রাজধানীর শাহজাহানপুরে রেল কলোনিতে পাইপের মধ্যে ‘পড়ে’ যাওয়া শিশু জিহাদের বাবা নাসির বকুলকে রাতে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। আবার নাসিরকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
৬০০ ফুট গভীর পাইপে ২৮০ ফুট পর্যন্ত ক্যামেরা পাঠিয়ে ছবি দেখে কিভাবে নিশ্চিত হওয়া যায়, বস্তা দড়ির নিচে জিয়াদ নেই ?
বিকেল ৩ টায় বেসরকারি উদ্যোগে যেভাবে জিয়াদকে উদ্ধার করা হল, তা কেন গতকাল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রয়োগ করল না। স্থানীয়রা তো গতকাল থেকেই উদ্ধার অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে।
মিডিয়ার সামনে কেন ফায়ার সার্ভিসের লোকরা জিয়াদকে নিয়ে এত মিথ্যে কথা বলল । আবার গভীর রাতে তারাই নিশ্চিত করল জিয়াদ পাইপের নিচে নেই। আর জিয়া যদি পাইপের নিচে নাই থাকত, তাহলে আজ উদ্ধার হল কিভাবে ?
আসলে সবই রহস্যময় । জিয়াদ রেশ হয়ত আরো কয়েকদিন থাকবে। তারপর পরবর্তী কোন নাটক আবার নতুন ঘটনার জন্ম দিবে।
তবে আমরা আশা করব, আর কোন জিয়াদ যেন অবহেলা কিংবা ধারাবাহিক নাটকের বলি না হয়।
জিয়াদ আমরা শোকাহত, মর্মাহত । কর্তব্যে অবহেলা কিংবা অজানা কোন কারণে তোমাকে জীবিত বাচাঁনো সম্ভব হয়নি। তোমার মৃত্যু সারা দেশব্যাপি নাড়া দিয়েছে। তুমি সকলের হৃদয়ে অনন্তকাল ছবি হয়ে বেচেঁ থাকবে। মাটির নরম বিছানায় তুমি শান্তিতে ঘুমাও । অভিশপ্ত হউক তাদের জীবন, যারা তোমার জীবন নিয়ে নাটক করেছে।
লেখক- ইমতিয়াজ আহমেদ জিতু
ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক পূর্বাশা
কুমিল্লা প্রতিনিধি- বাংলানিউজটোয়েন্টি ফোর ডট কম।
সাংগাঠনিক সম্পাদক- কুমিল্লা প্রেসক্লাব । মোবাইল- ০১৬৭৬-৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি