বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশপ্রেম আজ কোথায়!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৫

Bappy Mozumder Younus
বাপ্পি মজুমদার ইউনুস

বিজয়ের দিনগুলোকে কাজে লাগিয়ে ৭১’ এর চেতনায় চেতনায়িত হয়ে প্রথমে দূর্নীতিকে বর্জন করতে হবে সব স্তরে যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের লেখা।
যেমনিভাবে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের মাঝে দেশপ্রেম ছিলে বলেই আমরা তা করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তো যুদ্ধ করার মত বড় কোনো কিছুই ছিলো না। ছিলো শুধু আমাদের মনে দেশপ্রেম আর আতœবিশ্বাস। আর এই শক্তিই আমাদেরকে বিজয় এনে দিয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। আজ আমাদের মাঝে সেই দেশপ্রেম আছে?। যা দ্বারা আমরা আজ দেশের এই ক্রান্তি লগ্নে দেশের মানুষের পাশে এসে দাঁড়াতে পারবো। কেউ কি নেই এই মহা বিপদ থেকে আমাদের দেশটা কে রক্ষা করতে।
এটা অবধারিত সত্য যে, একজন মানুষ যখন পৃথিবীর বিশাল ভূখন্ডের কোনো এক অংশে জন্মলাভ করে, সেখানকার আলো-বাতাস গ্রহণ করে, সেখানে বেড়ে ওঠে, তখন স্বাভাবিকভাবেই সেখানকার মাটি-মানুষের প্রতি অন্যরকম হৃদ্যতা ও ভালোবাসা,¯েœহ উদারতা ও আবেগ অনুভুতি অনুভব করে। জন্মভূমির প্রতি মানুষের এই স্বভাবজাত আকর্ষণই দেশপ্রেম। আজ আমাদের মাঝে সেই দেশপ্রেম খুজে পাওয়া দুষ্কর হয়ে দাড়িয়েছে। কেন আমাদের এই পরিণতি সেটা আমার কল্পনার বাহিরে। আমাদের দেশপ্রেম ছিলো বলেই আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। আজ আমাদের কেন এই হালহাকিকত। আমাদের দেশে কি নেই। আমাদের দেশে সব থাকা সত্ত্বেও আমাদের শ্রমিক আজ কাজ পায় না। পথে পথে ঘুরতে হচ্ছে। টাকা খরচ করে বাহিরে গিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের দেশ সোনার দেশ, সত্যিই সোনার দেশ। শুধুমাত্র আমাদের রাজনৈতিক অবস্থার কারনে আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারতেছিনা। আর কত হারাতে হবে আমাদেরকে। আমাদের মুক্তি আসবে কবে। এটা কি আমাদের দেশপ্রেমের অভাবে বলে আপনি করেন ।
পবিত্র মক্কা শরীফ থেকে বিদায় বেলায়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘‘ভূখন্ড হিসেবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিতো তবে কিছুতেই আমি অন্যত্র বসবাস করতাম না।’’ (জামে তিরমিযী, হাদীস : ৩৯২৬) আজ আমাদের নেতা ও অর্থশালীরা দেশের বাহিরে গিয়ে তাদের বসতবাড়ি গড়েন। কেন?। তাদের সন্তানেরা দেশের বাহিরে পড়াশুনা করেন। ডাক্তারী পরীক্ষা করান তারা দেশের বাহিরে। কেন?। আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে আপনারা সেটার জন্য দায়ী!। কেন আমাদের এই অচল ব্যবস্থা নিরসন করতেছেন না।

মোট কথা, স্বদেশের প্রতি মানব মনের এই স্বভাবজাত অনুরাগকে ইসলাম সমর্থন করে। কিন্তু এই দেশপ্রেম যদি সীমা অতিক্রম করে আত্ম অহমিকা কিংবা আত্মকেন্দ্রিকতার জন্ম দেয়, অথবা যদি মানুষকে অন্ধত্ব ও উগ্রতার দিকে নিয়ে যায় এবং আল্লাহর সৃষ্টি অন্য কোনো দেশ বা ভূখন্ডের বিরুদ্ধে অন্যায় বিদ্বেষের জন্ম দেয়, তাহলে ইসলাম কখনোই তা সমর্থন করে না। নিজেকে সর্ব ক্ষমতাধর ভাবতে বসলে তার পরিনতি ভালো হয় না। তার প্রমান বিশ্বে ঘটে যাওয়া হাজারো বিপ্লব। স্বরন করুন সবাই সে দিনের যে দিনের মালিক আমরা কেউই হবো না। তখন আপসোস ছাড়া আর কিছুই হাতে থাকবে না। বিশ্বাস করুন আর নাই করুন যে কোনো কিছু শেষ আছেই।

“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
শতবর্ষ পুরনো এই চরণ দুটি সকল বাঙ্গালির কাছেই অত্যন্ত সুপরিচিত, কিন্তু যে আবেগ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিলেন আজ এই শতবর্ষ পরেও কি আমরা পেরেছি তার মর্ম উপলব্ধি করতে ? আজ থেকে ৪৩ বছর পূর্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পেলেও, আমরা কতটুকু একে সোনার বাংলা করতে পেরেছি ? কত টুকুই বা আমরা আমাদের এই দেশকে ভালোবাসি, ভাসতেছি !!
দেশপ্রেম একটি আপেক্ষিক ব্যাপার, এর পরিমাপ করার কোন যন্ত্র এখনও আবিস্কার হয়নি, তথাপি দুজন ব্যক্তির মধ্যে কে দেশকে ভালবাসে এবং কে ভালোবাসে না তা বুঝতে পারার জন্য এলবার্ট আইনস্টাইন হওয়ার দরকার পরে না। মানুষের মঙ্গলে যদি কাঁদে না তোর মন তাহলে কিসের মানব তুই। আজকাল তো কিছু ব্যবসায়ি প্রতিষ্ঠান, রাজনীতিবিদেরা দেশ প্রেম নিয়ে ব্যবসা পর্যন্ত করছে ! এই যেমন কিছু দিন আগেই হয়ে গেল একটি বহুজাতিক মোবাইল কোম্পানির “দেশপ্রেমিক”ক্যাম্পেইন : “দেশি পণ্য কিনে হউন ধন্য” তো একটি পুরনো ব্যবসায়িক ধারণা। হায় রে দেশপ্রেম! ক্যাম্পেইন করে এখন দেশপ্রেম দেখানো হচ্ছে?। দেশপ্রেম কি আমাদের দেখানোর বিষয় যে আমি দেশকে অনেক ভালোবাসি,দেশের পতাকা গায়ে জড়িয়ে অন্যায় অবিচার করা কি দেশপ্রেমের লক্ষন। আমাদের কে দেশপ্রেম দেখাতে হলে দেশের সেবা,মানুষের সেবা,দেশের জন্য মঙ্গলজনক কাজ করতে হবে। আর আমাদের নতুন প্রজন্মর জন্য একটি সোনার দেশ রেখে যেতে হবে যেখানে তারা মুক্ত গগনের আলো বাতাসে বসবাস করতে পারবে। আর দেশের সম্মান বিশ্বময় তুলে ধরতে পারবে।
বাংলাদেশে ১৬ কোটি মানুষের বসবাস। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী এর মধ্যে প্রায় ৯ কোটি মানুষ ভোটার অর্থাৎ প্রাপ্তবয়স্ক ( ১৮ বছরের বেশি) । এই বিশাল জনগোষ্ঠী সমৃদ্ধ দেশ স্বাধীনতার ৪৩ বছর পরেও কেন বিশ্বের দ্বারে দ্বারে ঘুরপাক খাচ্ছে ? কেন আমরা এখনও তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিত হতে পারতেছিনা। আজ কেন আমাদের শ্রমিকেরা বিদেশে গিয়ে কাজ করতে হচ্ছে সল্প আয়ে! কেন আমরা মালেশিয়ার মত রাষ্ট্রে পরিনত হতে পারিনি। তারাতো মাত্র আমাদের থেকে তিন বছর আগে স্বাধীনতা লাভ করে। আমাদের দেশে কি নাই। আমাদের সব সম্পদ যখন বিদ্যমান তখন কেন আমরা তা কাজে লাগাতে পারতেছিনা। শুধু কি আমাদের রাজনৈতিক অচল ব্যবস্থার জন্য?। কেন আমরা বিশ্বের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হচ্ছে। আজ আমাদের দেশপ্রেম ফেইসবুক,ব্লগ,টুইটার,ইউটিউব আর মুখের মাঝে সিমাবদ্ধ। তবে কেন আমাদের এই পরিনতি। যেখানে আমাদের জনশক্তি আছে, সব আছে তারপরও কেন আমাদের অবস্থা ,আমরা পরিবর্তন করতে পারতেছিনা।
কারণ একটাই, গুটি কয়েক মানুষ ছাড়া আমাদের ভিতরে দেশপ্রেম নেই বললেই চলে। যদি থেকে থাকে তাহলে আমাদের দেশের র্শীষ স্থানীয় নেতারা দেশটাকে অচল করে দিচ্ছে। সবাই ক্ষমতার জন্য দেশকে মাটি চাপা দিচ্ছে। সবার মুখে একটি কথাই শুনতে হচ্ছে আমাদের কে- আমি রাজনীতি করি আমার জন্য নয় দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু ভোট দেওয়া শেষ হলে বুঝা যায় যে আমারে দেশপ্রেম বলেন আর জনগনের জন্য প্রেম বলেন সবই স্মৃতি হয়ে আমাদের মাঝে কড়া নাড়ে। তবে কেন আমাদের এই পরিনতি? শুধু কি নেতা নেত্রীদের ভুেল, আমাদের কি কোনো ভুল নাই। আর তারা যে অন্যায়গুলো করতেছে। তা করার জন্য আমরাই তাদেরকে টিকেট প্রদান করেছি। যে টাকা গুলো সে ব্যয় করেছে সেটা তোলাতো তার জন্য ইমানী দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর সেটা হয়ে যায় তার এক প্রকার নেশা। মহা নেশা যে নেশা দেশ কে নিয়ে যায় এক অতল গহীন সাগরে। যার কিনারা আমরা কখনো ফিরে আসতে পারবো কিনা আমার মনে হয়না। আমাদের কে হারাতে হতে পারে আরো বড় কিছু। আমাদের জন্য অপেক্ষা করতেছে আরো বড় কিছু যা আমাদের কে নিয়ে যাবে ধ্বংসের কিনারায়।

দেশের বর্তমান জনসংখ্যার ৪০% এরও বেশি তরুণ, যুবক যাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। এদেশের তরুণ সমাজ দেশের বিভিন্ন ক্রান্তিকালেএগিয়ে এসেছে। আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ বাজবাব দিয়েছে। সময় এসেছে যুবসমাজকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে আসার।
স্বাধীনতার পরবর্তী রাষ্ট্রক্ষমতা দখল ও পালা বদল গত করার জন্য এদেশের এক চরম তামাশা চালু হয়েছে যা এখনও বিদ্যমান। ক্ষমতা গত ও স্থায়ী করার জন্য হত্যা, গুম, খুন, মামলা, হামলা, হুমকি-ধমকি তো এখন নিত্য দিনের ব্যাপার ! দেশের নেতা-নেত্রীরা যারা এদেশের দেশ প্রেমিক জনগণের মুখপাত্র হিসেবে বিবেচিত হয় তারা এখন উপরোক্ত কর্মকান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত, যার উদাহরণ বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে কিন্তু তারপরও তারা কী তাদের নিত্য দিনের কর্মকান্ডের ব্যাত্যয় ঘটিয়েছে ? যার নামে যত বেশি মামলা রয়েছে এদেশে সেই তত বড় নেতা ! এই সিল সিলার পরির্বতন কি ঘটবেনা ? ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার জন্য সাধারণ মানুষকে হত্যা, খুন, পুড়িয়ে মারার মত কর্মকান্ডে লিপ্ত হচ্ছে এরা। শত শত যানবাহন ভাংচুর, স্কুল-কলেজ জালিয়ে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এমন কাজ নেই এই ক্ষমতা লালসুরা করছেনা, কিন্তু এর কি কোন শেষ নেই? আর কত দিন এই রাক্ষসদের ভয়ে আমরা কুঁকড়ে থাকবো ? আমরা কি এর প্রতিবাদ করবো না ?একজন দেশ প্রেমিক হিসেবে এর প্রতিবাদ আমাদের করতে ইহবে। না হয় ঘর থেকে নিয়ে পায়ে গুলি করে, যুদ্ধ হিসাবে চালু করে দিবে।
প্রিয় পাঠক, যে যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হউন না কেন, এক বার কি ভেবে দেখেছেন আমরা এই দেশকে কতটা ভালবাসি ? কিংবা আদৌ কি আমরা এই দেশকে ভালবাসি কি না ? যে সরকার যখন ক্ষমতায় থাকে তারা মনে করে তারা দেশকে যতটা ভালবাসে আর কেউ ততটা ভালবাসে না। দেশ প্রেমের নামে যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে তা অনতি বিলম্বে বন্ধ করা না গেলে আমরা যতই স্বপ্ন দেখি ,ভবিষ্যতে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।

বাংলাদেশে চলছে রাজনীতির অন্তরালে রাজনীতি। পৃথিবীর মানচিত্রে যত উন্নত দেশ মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছে তার মূলে রয়েছে রাজনীতি। তবে ঐ রাজনীতি মানুষের জন্য নিজের জন্য নয় এই বিশ্বাসেই তারা পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও রয়েছে মানুষের মানব অধিকার রক্ষায় অধিকতর সোচ্চার। আর পৃথিবীর যত গরিব অনুন্নত দেশগুলো রয়েছে তার মূলেই রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা,দুর্নীতি ও মানব অধিকার লঙ্ঘন।
ঠিক তেমন আমাদের বাংলাদেশেও একই সমস্যা ,নাই কোন নীতি, নাই কোন শুদ্ধ রাজনীতি, হচ্ছে মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে পদে ,নাই বাক স্বাধীনতা,নাই নিরাপত্তা ,নাই একে অপরের প্রতি শ্রদ্ধা ,মায়া ,সম্মান ও ভালোবাসা। কিন্তু কেন? শুধু কি শিক্ষার অভাবে এই মানসিকতা ? না আমাদের দেশে তো এখন শিক্ষার হার অনেক ভালো। তাহলে সমস্যা কোথায় ? সমস্যা একটাই, পেশা হিসেবে রাজনীতির ব্যবসা চলছে খোলামেলা , ওই দিন তথা ৭১ এর মুক্তির আন্দোলন এর আবেগ তো খেয়ে ফেলেছে অশুভ মহল,সেই আবেগ যেই আবেগ জাগিয়েছিল পুরোটা জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য, সেই সাড়া আর আমাদের ১০০ বছরেও আসবে না। এরপর নতুন করে জাগালো ৯০ এর আন্দোলন, জেগেছিল বাঙালি আবারও। কিন্তু কি পেলো? ২৪ বছর পার হয়ে গেল ৯০ এর কিন্তু আবারও উচ্চারিত হচ্ছে আরেকটা ৯০ চাই আরেকটা ৯০ চাই। চাই আরেক টা আন্দোলন বাংলার মাটিতে গণতন্ত্র রক্ষার। কিন্তু কে বা কারাইবা দিবে প্রাণ? ৭১ এ লাখো প্রাণ দিয়েও পাইনি আজ স্বাধীনতা। ৯০ এ প্রাণ দিয়েও পেলাম না আজও গণতন্ত্র । আমরা বাংলাদেশীরা পেয়েছিলাম ৭১ এর পড়ে চোরের খনী, পেয়েছিলাম এক নায়কতন্ত্র, হারিয়েছিলাম বাক স্বাধীনতা, হয়েছিলো ঘরের মেয়েরা লাঞ্ছিত ঠিক যেন ২০১৪ সালের মতো। উপহার পাচ্ছে জাতি রাজনীতির অন্তরালে রাজনীতি,বাংলাদেশের ইতিহাসে অন্তত ১ জন সংসদ সদস্যও সৎ খুজে……। বাংলাদেশের মানুষ আজ বন্দি রাজনীতিক নেতাদের কাছে জানিনা সেই স্বপ্নের দেশ কবে গড়তে পারব। তবে শুনে রাখো অসাধু নেতারা আমার মতো কোটি কোটি যুবক এখনও বাংলাদেশসহ বর্হিবিশ্বে ছড়িয়ে আছে যারা জাগবেই কোন না কোন দলের হয়ে। গত কয়েক দশকে দেশ ও জাতি আশা করেছিল কয়েকজন তরুনদের কাছে তারা হয়তো একটা পরির্বতন দেশে আনতে হয়তো সক্ষম হবে কিন্তু হতাশ দেশবাসী সেই সব তরুণরাও বাণিজ্য করে নিল ও নিচ্ছে যার যার স্থান থেকে। রাজনীতি আমার নেশা পেশা নয়,আর রাজনীতিতে শেষ বলতে কোন কথা নেই তাই সেখানেই বাধা আসবে সেখান থেকেই নতুন পথে যাত্রা শুরু হবে সৎ ও আর্দশের আলোতে ।
সমস্ত দেশবাসীসহ তরুণদের কে আবারও আকুল আবেদন জানাচ্ছি আসুন আমরা সুন্দর,সুস্থ ,স্বচ্ছ ,পরিস্কার রাজনীতি আমাদের দেশে চালুর উদ্যোগ নেই, যেই রাজনীতিতে থাকবেনা পেশা হিসেবে রাজনীতি,থাকবেনা কুখ্যাত ব্যাক্তিদের ভিড় ,থাকবেনা রাজনীতির অন্তরালে রাজনীতি।
সর্বশেষ অবলম্বন হিসেবে আমরা বেছে নিতে পারি তাকে , যিনি অঙ্গীকার বদ্ধ কুখ্যাতদের নই বরং অখ্যাত দিয়ে দল গড়বেন দেশ গড়ার কাজে। যদি কথা বলার অধিকার হারিয়ে ফেলি তাহলে থেমে থাকা যাবে না। পাক আমলেও কথা বলার অধিকার ছিলো যদি না থাকতো তাহলে বাঙ্গালীর ইতিহাসে শেষ্ঠ্র বাঙ্গালীর জন্ম হতো না। যার জন্ম না হলে আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না। যারা যুদ্ধ দেখেছেন তারাই বলতে পারবেন। এ সব আমি আমার মায়ের মুখে শুনা। আমার মা একজন মুক্তিযোদ্ধার স্ত্রী।
“সরকারি মাল, দরিয়ামে ঢাল”একটি বহুল প্রচলিত ধ্বংসাত্মক উক্তি আমাদের দেশে সমর্থিত এবং ব্যাপক ভাবে ব্যবহৃত। তার অর্থ আমি আমার স্বল্প জ্ঞানে যা বুঝতে পেরেছি তা হল, সরকারি টাকা / সম্পদের কোন হিসেব নেই, যে ভাবে খুশি ব্যবহার/ অপব্যবহার/ অপচয় কর। এই উক্তিটি প্রথম শুনেছিলাম যখন আমি প্রথম চাকরিতে যোগদান করি তার কিছু দিন পর আমার শ্রদ্ধেয় স্যার ডা. ইকবাল আনোয়ারের মুখে। কিন্তু আমি তার মর্ম অর্থ বুঝিনি তখন। এখন আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সরকারি ভূ-সম্পতি ভোগদখল, সরকারি অফিস আদালতের যথেচ্ছ ব্যবহার, সরকারি রাস্তা-ঘাট, ফুটপাত দখল, পরিবহন পুলের গাড়ির যথেচ্ছ ব্যবহার, গাড়ির তেল, যন্ত্রাংশ বিক্রি, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের টাকা লুটপাট করা থেকে শুরু করে রাস্তার ইট পর্যন্ত উঠিয়ে নিজের বাসায় নিয়ে যাওয়া সবই হচ্ছে, বন দখল, নদী দখল, জলমহল, বালুমহল, পার্ক দখল, টেন্ডার দখল, পোর্ট দখল, মসজিদ দখল, মাদ্রাসা দখল, এতিমখানা দখল ইত্যাদি হচ্ছে এ্ দরিয়াতে ঢালার একটি অংশ। এই দরিয়াতে ঢালার সাহায্যকারী হিসেবে এক শ্রেণীর অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারি, সরকার দলীয় নেতা-নেত্রী ও তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব জড়িত। যারা সম্পতি দরিয়াতে ঢালার নাম করে ভরছে তাদের ব্যাংক হিসাব। এদের জিহ্বা এখন দরিয়ার মতই প্রশস্তাতে যতই ঢালা হউক তা খুব সামান্যই মনে হবে এবং হচ্ছে। সবার মুখেই দেশপ্রেম!!

দেশ প্রেম মানব প্রেম আছে যাহার অন্তরে সে তার ধর্মকে সম্মান করে হৃদয় থেকে, আর তার দেশ আর মানবের প্রতি ভালোবাসাই তাকে জীবনের পথে শ্রেষ্ঠ পাণে পৌছাতে সাহায্য করে। তেমনি দেশ ও হাটতে থাকে উন্নতির পথে। তখন ই একটা দেশের উন্নতি থমকে দাড়ায়, যখন মানুষের প্রাণ থেকে দেশ আর মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে যায়। মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে দেশও প্রেম থাকবে না। আজ আমরা এমন এক পরিস্থিতে আছি ‘ যেখানে দেশ আর মানব প্রিয় মানুষ দেখাটি যেন দুষ্কর হয়ে দাড়িয়ে আছে, এক পাহার সমান দেয়াল দিয়ে আটকানো রাখা ভালোবাসার আতœাটিকে। আজ দেশের এই ক্লান্তি লগ্নে সবাই দেশপ্রেম দেখাচ্ছে। জনগনতো অসহায় আজ তাদের এই কর্মে। নাকি আমাদের কর্মের ফল হিসাবে দেশের এই পরিস্থিতি। আজ মানুষ মরলেও আমাদের মন কাঁেদ না। কেন আজ আমরা এতো নিষ্ঠুর। সবাই কি ক্ষমতার জন্য আমাদের কে জাহান্নামে ঢেলে দিচ্ছে। আমাদের কি কিছুই করার নাই এই পরিস্থিতির জন্য। একটা দেশে তখনই অশান্তি বিরাজ করে যখন মানুষের প্রানে ভালোবাসা নামে কোন আত্তা থাকে না,তখন তাদের মন প্রাণ হয়ে উঠে যেন পশুর চেয়েও জঘন্য, “কারণ” একটা পশু কখন ও আরেকটা পশুকে হত্যা করে না। ভালোবাসাটা আজ বড়ই অভাবের অভাবনীয় আজ। যেন কিছু কিছু মানবের প্রাণে আজ হিংস্রতা আর শুধুই শত্রুতা, তারা সব খাবে সব। মানুষের রক্তে গোসল করেও শান্ত হতে পারছেনা।
যা দেশকে অচল করে দেয় আর যারা তা উপভোগ করে তাদের উপর আল্লাহ তালায়ার অভিশাপ। আজ আমাদের সোনার দেশ আগুনে জ্বলছে। কেউ কি শুনবে আমাদের আহাজারি। আরেকটা বড় কথা হলো ,আমাদের দেশে শিক্ষার মাঝে ও দেশপ্রেম আর মানবপ্রেম এর পুর্ণ কোন ধারণা দেওয়া হয় না।
‘যার ফলে’
ক্স দেশ তার প্রানের মানুষ পায় না,
ক্স দেশ আজ বোমায় ক্ষত,
ক্স দেশপ্রেমের কথা বলে দিচ্ছে জনগনকে ধোকা।
ক্স মানুষ শান্তিতে বসবাস করতে পারে না,
ক্স দেশের মাঝে একতা বলতে কিছু থাকে না,
ক্স সংঘর্ষ আর হানাহানির বন্যা বয়ে যাচ্ছে ,
ক্স অকাতরে কত প্রাণ হারায় জীবন ,
ক্স সেবক যারা সেবা না করে ছুটে চলে টাকার পিছনে ,
ক্স মানুষের হাতে মানুষ হয় খুন ,
ক্স সংসার ভাংগে গড়ার সাথে সাথেই ,
ক্স সন্তানের হাতে পিতা হয় খুন,
ক্স রাস্তায় রেল ষ্টেশন আর মাজারে পরে থাকে হাজার হাজার দুখি মানুষ ,যাদের কোন ঠাই নেই , তাদের দেখার মত মানুষ পাওয়া যায় না।
ক্স চুরি ডাকাতি ,হামলা-মামলা ,হাজারো ঝামেলা ,
ক্স লুটপাট সর্বত্রে ,
ক্স ছাত্রের হাতে শিক্ষক হয় অপমানিত ,
ক্স দেশের টাকা চলে যায় উদাও হয়ে যা জনগন খালি চোখে দেখতে পারে না ,
ক্স দেশের সর্ব খেত্রেই উন্নতির পরিবর্তে নেমে আসে অবনতি ।
ক্স বৃদ্ধ বয়সে মা-বাবা পায় না সন্তানের কাছে আশ্রয়।
দেশে প্রেম আছে সত্যিই আছে তবে তা আজ আমাদের মুখের মধ্যে সীমাবদ্ধ- আমাদের অন্তর পর্যন্ত গিয়ে পৌছানোর সুযোগটুকু পায় না। আর কত? আমরা তো পার করলাম স্বাধীনতার ৪৩টি বছর। এখনো কি আমরা মন খুলে হাঁসতেও পারবো না। যখন দেশ হয়নি স্বাধীন তখনি কি আমাদের কে এমন অন্যায় সইতে হয়নি?। আমরা স্বাধীন হয়েও যদি আমার মনের ভাবনাগুলো মুখ ফোটে বলতে না পারি তাহলে কেন স্বাধীন হলাম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান কখনো বলিনি। আমার মা হারালেন তার প্রিয় স্মামীকে তাও বলিনি। আমাদের দেশপ্রেম সার্টিফিকেট দিয়ে কি লাভ যদি অন্তরে না থাকে। মাকে মাঝে বলতাম মা স্বাধীনতার সময়তো তুমি অনেক কিছুই হারালে। তুমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। একটা সার্টিফিকেট নিলেতো আমাদের জন্য অনেক ভালো হয়। মা বলেন দেশ স্বাধীনতা লাভ করছে এটা আমাদের জন্য কম কি। দেশপ্রেম আজ সবার কাছে ফ্যাশন হয়ে দাড়িয়েছে। সার্টিফিকেটের মাধ্যমে তার প্রমান মিলে।

এমন আরো অনেক কিছু আছে বলে ও শেষ হবে না।
‘দেশপ্রেম ইমানের অংশ’ যার মাঝে দেশপ্রেম নাই তার মাঝে ইমান ও নাই ,আর সে পারে না মানবকূলকে ভালোবাসতে ,যার ফলে মানুষ যে হিংস্র দানবের রূপ ধারন করে,অঘটন আর দুর্ঘটনা রটানোই হয়ে পড়ে তাদের প্রধান কাজ। মনেতো থাকতে হবে। যেমনি কলমে কালি না থাকলে লিখা যায় না যতই জ্ঞান থাকুক তাতে কলমের সাহায্য ছাড়া লিখা সম্ভব না। তেমনি দেশপ্রেম যদি না থাকে আপনি মানবকূলের সেবা করবেন কিভাবে। বরং মানুষের ক্ষতি কি ভাবে করা যায় সেটা হবে আপনার একমাত্র চিন্তা। যাদের কারণে একটা দেশ সম্পুর্ন অচল হয়ে পড়ে আছে তারাও তো এদেশের নাগরিক। আর যারা ক্ষমতার লালসা মেটানোর জন্য সব অন্যায় করে চলছে। এভাবে চলতে থাকলে দেশের, দেশের মানুষের অস্তিত খুজে পাওয়া যাবে না। পাক আমলে যেমনি তারা মানুষের অধিকার হরন করেছে তেমনি আজ তো তার পুনোরায়আবৃতি হচ্ছে পার্থক্য শুধু এটাই আমরা এখন বাংলাদেশী। সবার দেশপ্রেমের স্লোগানে আজ সুখ খুজে পাওয়া যাচ্ছে না। সবার প্রেম আজ ক্ষমতার লড়াই। দেশের মানুষের কি অবস্থা কি তা জানার বা কন্যপাত করার সুযোগ নাই।

এই সমস্যা থেকে আমাদের সকলকেই উত্তরণ হতে হবে ,তা নাহলে আগামীর ভবিষ্যতে দেশ জাতিকে আমরা কিছু উপহার দিয়ে যেতে পারবোনা, পারবো না অভাবহীন করতে সমাজকে। দিন দিন আমাদের সকলস্তরে মহামারিতে আক্রান্ত হবে। আমরা কেউ তা থেকে বাঁচতে পারবো না।
এক অতৃপ্ত ভালোবাসা থাকে সবার হৃদয়ে দেশ,মাটি,ও মানুষের জন্য। যা কেউ অতি সহজে তা অনুধাবন করতে সক্ষম হয় না, তার জন্যে উত্তম হৃদয়ের অধিকারী হতে হবে সবাইকেই। শুধু বড় বড় ডিগ্রী আর প্রচুর টাকার পিছুনে ছুটলেই যে মানুষ হওয়া যায় না, মানুষ হতে মানুষে দুঃখ কষ্ট বুঝতে হবে,দেশটা জান দিয়ে ভালোবাসতে হবে,ভালোবাসতে হবে দেশের সকল মানুষকে। যার শুরু করতে হবে নিজের ঘরে,মা-বাবা থেকে।
দেশটা হঊক
শান্তিময় দীর্ঘময় ।
প্রতিতি প্রানে জেগে উঠুক ভালোবাসার তাঁরা,যা দিয়ে আমরা বানাবো একটি সুন্দর প্রাণে দেশ ,আমার সুফলা-শ্যামলা,রাখালের হাতের বাশির সুরের ধনিতে,
চিরচেনা এক নতুন বাংলাদেশ । কবি ঠাকুর রবীন্দ্রনাথার সুরে বলবে সবাই,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
বাপ্পি মজুমদার ইউনুস
সভাপতি- সবুজ দিগন্ত বাংলাদেশ
কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
বি,এস,এস
ই-মেইল[email protected]
মোবাইল- ০১৯৩০-১০৬২৬৩



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি