শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারের কৌশল জানতে কয়েকজন নেতাকে যোগাযোগের অনুমতি খালেদার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৫

khaleda-tarek-01-newsnextbd-400x225
ডেস্ক রিপোর্টঃ

বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে সরকারের কৌশল জানতে যোগাযোগের অনুমতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারা এই অনুমতি দিয়ে বলেছেন, সরকার বিএনপি ভাঙার চেষ্টা করতে পারে। সেই চেষ্টা কেমন করে করছে, কোন কোন নেতাকে তারা বিএনপি থেকে সরাতে চায়, এছাড়াও কারা কারা সরকারের সঙ্গে অনুমতি ছাড়া যোগাযোগ রাখছেন ও সুবিধা নিচ্ছেন ওই সব নেতাদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করতে বলেছেন।
তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র জানায়, বিএনপির ভেতরে ভাঙন ধরাতে সরকার চেষ্টা করছে। এই জন্য সরকারি দলের কয়েকজন নেতা চেষ্টা করছেন বলে তারা ২০১২ সাল থেকেই খবর পাচ্ছিলেন। সেই ভাঙন ঠেকানোর জন্য তারা সব রকম চেষ্টা করেছেন ও সফল হয়েছেন। সরকার আগাম নির্বাচন দিলে বিএনপিতে ভাঙন ধরিয়ে এরপরেই নির্বাচন দিতে পারে বলে খবর এসেছে। এই খবর আসার পর বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমান বিষয়টি নিয়ে কথা বলেন। তারা কথা বলে সিদ্ধান্ত নেন দলের ভাঙন যে কোন ভাবেই ঠেকাতে হবে। আর ঠেকানোর অন্যতম কৌশল হবে ওই সব নেতাকে বলা হয়েছে সরকারের যে সব নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। প্রয়োজনে তারা সরকারের পুরো পরিকল্পনা জানার জন্য নিজেরাও আগ বাড়িয়ে ওই সব নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। কথা বলবেন। বিএনপির বিপক্ষেও বলবেন। বিএনপি ভাঙার জন্য কি কি করতে হবে সেই বিষয়ে জানবেন। এরপর সেটা তারা দলের চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানকে জানিয়ে দিবেন। পরে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমান এই ব্যাপারে ব্যবস্থা নিবেন।
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একটি সূত্র জানায়, বিএনপি ভাঙার চেষ্টা অনেক দিন থেকেই চলছে। কারা কারা এটি করছে তাদেরকে চিহ্নিতও করা হয়েছে। ভাঙনের অংশে কোন কোন নেতাকে নিতে চাইছে সেই সব তথ্যও বের করেছেন। এরমধ্যে কয়েকজনকে সতর্ক করা হয়েছে। আর এই সতর্কতার পাশাপাশি তাদের পেছনে অন্যান্য কয়েকজন নেতাকে মনিটরিং করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কখন কোথায় যাচ্ছেন, কি করছেন। সরকারের কার কার সঙ্গে যোগাযোগ করছেন তাও বের করার জন্য চেষ্টা করছেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ট সূত্র জানায়, সম্প্রতি এই মনিটরিং ব্যবস্থা জোরালো করা ছাড়াও বিশেষ কয়েকজন নেতাকে খবর নেওয়ার দায়িত্ব দেওয়ার পর থেকে তারা দলের ভাঙনের ব্যাপারে যে সব তথ্য পাচ্ছেন সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। খালেদা জিয়া মনে করছেন, চলমান আন্দোলনে সফল হতে হলে অবশ্যই দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কেবল দলে নয় জোটের ভেতরেও ঐক্য রাখতে হবে। জোটের ভাঙনও যাতে না হয় সেই চেষ্টাও করতে হবে। জোট থেকে কোন নেতা ও দল যাতে বাইরে বের হতে না চায় সেই জন্যও তারা কাজ করছেন।
এই ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, বিএনপিতে ভাঙনের চেষ্টার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। এটা নতুন কোন বিষয় নয়। কিন্তু বিএনপির ভাঙনের চেষ্টা এর আগেও কখনও সফল হয়নি, এবারও হবে না। তিনি বলেন, কারো কারো ব্যাপারে অনেক কথাই শোনা যায় কিন্তু যারা সেই চেষ্টা করবে সমস্যা তাদেরই হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপি এমন কোন দল নয় ভাঙতে চাইলেই এটা ভাঙবে। কোন কোন নেতা দল ছাড়ারও চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কেউ দলের ভেতরে ভাঙন ধরাবেন সেটা সম্ভব নয়। বিএনপির ভীত অনেক মজবুত বলেই ওয়ান ইলেভেনের সময়েও বিএনপি ভাঙার চেষ্টা করে তারা সফল হতে পারেননি। আগামীতে হবে এমনটাও আমরা মনে করছি না। যদি কেউ দল ভাঙার ব্যাপারে তথ্য পান সেটা নিশ্চয়ই ম্যাডামকে জানাবেন। ম্যাডাম এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। এছাড়াও সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি