মোবারক হোসেন ভুইয়া, জেদ্দা||
আবারো সৌদি আরবের অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ বলেন, আগামী মাস থেকে সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে।
নিরাপত্তা বিভাগের প্রধান ওসমান আল মুহরিজ বলেন, বৈধকরণ প্রক্রিয়া পুরো সৌদিআরবে কার্যকর হবে। আমরা অভিবাসীদের ইকামায় (বসবাসের অনুমোদন) বিবৃত তথ্য অনুযায়ী তাদের কফিল (জামানতদার) ও পেশা সংক্রান্ত যাবতীয় অবস্থান নিশ্চিত করতে চাই।
তিনি আরো বলেন, এবার দেয়া নতুন সুযোগে কারাগার ও পাসপোর্ট অধিদপ্তরও সংযুক্ত থাকবে। গত বারের দেয়া সুযোগে সৌদিআরবে অভিবাসীদের অপরাধের মাত্রা অনেক কমে এসেছে। যার ফলে তারা একটি নিরাপদ সমাজিক পরিবেশে বসবাস করছেন। ২০১৩ সালের বৈধ হওয়ার সুযোগে অসংখ্য অভিবাসী তাদের অবস্থান সঠিক করেছেন।
নতুন এ সুযোগ দানের ফলে এখনো যেসব অবৈধ অভিবাসী বৈধ হতে পারেননি তাদের জন্য সৌদি নতুন রাজার পক্ষ থেকে একটি বিশেষ উপহার হিসাবে দেখা হচ্ছে।