শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলা ভাষার প্রথম প্রস্তাবক কুমিল্লার সূর্য সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৫

shaheed-dhirendranath-datta

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
বাংলা ভাষার জন্য পাকিস্তানের সূচনায় ধীরেন্দ্রনাথ দত্ত যে প্রস্তাব করেছিলেন, সে প্রস্তাবের আলোকে ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী পর্যন্ত রক্তের অক্ষরে বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসের সূচনাকারী কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। রাজপথে সালাম, বরকত, রফিক ও জব্বারের আতœত্যাগ এবং অসংখ্য ভাষা সৈনিকের সংগ্রামের ফলে আজ আমরা মায়ের ভাষা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। কিন্তু সেই মাতৃভাষার প্রথম প্রস্তাবক হলেন কুমিল্লার সূর্য সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষার প্রস্তাবের জন্যই স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। এমনকি মরদেহটি খুজেঁ পায়নি তার পরিবার। সেই ভাষা সৈীনক ধীরেন্দ্রনাথকে নিয়ে জাতীয় পর্যায়েও তেমন কোন আলোচনা নেই। সেই সাথে যথাযথ সংস্কারের অভাবে তার কুমিল্লার স্মৃতিধণ্য বসতভিটাটিও প্রায় বিলীন হওয়ার পথে।

dhiren datta house-1

জরাজীর্ণ অবস্থায় বিপন্ন হওয়ার পথে ধর্মসাগর পাড়ের ধীরেন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বসতভিটাটি

পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রথম প্রস্তাবকারি কুমিল্লার সূর্যসন্তান ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত সবসময় একটা উক্তি করতেন,- বাংলা ও বাঙ্গালীকে আমি কখনো ছেড়ে যেতে পারবো না’। তিনি তার কথা রেখেছেন, বাংলাকে ছেড়ে কোথাও যাননি। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার প্রস্তাবের জন্য পাক সরকারের রোষানলে পড়েন। এরই ফলশ্রুতিতে পাক হায়েনাদের হাতে তিনি নিমর্মভাবে খুন হন।

Bedroom of Dhirendranath  datta

১৯৪৮ সালের ২৫ ফেব্র“য়ারি পাকিস্তানের রাজধানী করাচীতে গণপরিষদের অধিবেশন চলাকালে ধীরেন্দ্রনাথ দত্ত-ই প্রথম বাংলা ভাষার প্রস্তাব করেন। গণপরিষদের স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, গণপরিষদে যে কার্যবিবরণী লেখা হয় তা ইংরেজি ও উর্দু ভাষায় লিপিবদ্ধ হয়। সমগ্র পাকিস্তানের ৫৬ শতাংশ লোক বাংলা ভাষায় কথা বলেন। তাই ইংরেজি ও উর্দুর সাথে বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব করেন। এতে প্রথম ক্ষিপ্ত হন তখনকার পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। সর্বপ্রথম আমাদের রাষ্ট্রভাষা ‘বাংলা’র দাবিতে সোচ্চার প্রতিবাদী ভূমিকার জন্য পাক্-সরকারের রোষানলে পড়েন। তখন থেকেই ধীরেন্দ্রনাথ দত্তের বিরুদ্ধে পাকরা শত্রু লেলিয়ে দেন। এর ফলে প্রাণের মায়ায় করাচী ত্যাগ করে ঢাকায় চলে এলেন। পরে তিনি কুমিল্লায় চলে আসেন। তিনি প্রথম দিকে তিনি আদালতের উত্তরে কাপ্তানবাজারে গোমতীর পাড়ে একটি বাসগৃহে ভাড়া থাকতেন। ধর্মসাগর দীঘির পশ্চিমপাড়ে ভূমি কিনে একটি টিনের আটচালা বাড়ি করেন। এই বাড়িতেই তিনি আজীবন কাটিয়েছেন।

House of Dhiren datta

পাক বাহিনীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার ৩ দিন পরেই ১৯৭১ সালের ২৯ মার্চ গভীর রাতে বর্বর পাক হানাদার বাহিনী কুমিল্লার ধর্মসাগরের সেই বাড়ি থেকে ধীরেন্দ্রনাথ দত্ত ও তার পুত্র দিলীপ কুমার দত্তকে সহ ধরে নিয়ে যায় কুমিল্লা সেনানিবাসে। সেখানে ৮৫ বছর বয়স্ক এই দেশপ্রেমিক রাজনীতিকের উপর অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করে পাক হায়েনা বাহিনী। দেশ শত্রুমুক্ত হওয়ার পর ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের মৃতদেহ কেউ খুঁজে পায়নি। রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেন।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এ গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি প্রথমে নবীনগর হাই স্কুল পড়াশুনা করেন, পরে কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯০৫ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ এবং ১৯০৮ সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি ১৯১০ সালে আইন পরীক্ষায় উর্ত্তীন হয়। তিনি তার ক্যারিয়ার শুরু করেন একজন স্কুল শিক্ষক হিসেবে,এমনকি তিনি কুমিল্লা বাংগরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকও ছিলেন। তিনি ১৯১১ সালে কুমিল্লা জেলা বারে যোগদান করে নিয়মিত অনুশীলন করেন। তিনি সারা জীবন কুমিল্লায় আইন পেশায় নিয়োজিত ছিলেন।
দেশপ্রেম ছিল তার সহজাত। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, হিন্দু সমাজের বর্ণপ্রথা, ইংরেজ দুঃশাসনসহ অশুভ শক্তির বিরুদ্ধে থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন আমৃত্যু। পাকিস্তান গণপরিষদ ও পরবর্তীতে আইন সভার সদস্য ছাড়াও মন্ত্রিত্ব অর্জন করেছিলেন তিনি।
ধীরেন্দ্রনাথ দত্ত ধর্মসাগর দীঘির পশ্চিমপাড়ে ভূমি কিনে একটি টিনের আটচালা বাড়ি করেন। এই বাড়িতেই তিনি আজীবন কাটিয়েছেন। তার বাড়িটি আজ পড়ে আছে চরম অবহেলায়। বাড়িতে রয়েছে ৬ টি কক্ষ, বাড়িটির দুইটি কক্ষে একটি হিন্দু পরিবার বর্তমানে বসবাস করছে। বাকি ৪টি কক্ষে পচাঁ পানি,ময়লা-আর্বজনায় পরির্পূণ। কক্ষের ইটগুলোও ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। কক্ষের বাইরেও ময়লা-আর্বজনার স্তুপ। ধীরেন্দ্রনাথ দত্ত যে কক্ষে ঘুমাতেন সেখানে তার শোবার খাটটি এখনো রয়েছে, রয়েছে তার বালিশ। আরো আছে খাওয়ার প্লেইট, পানির গ্লাস, গায়ের কাথাঁ। এগুলো কিছুই সংরক্ষণের ব্যবস্থা নেই। পরে আছে এদিক সেদিক। এগুলো বাড়িতে বসবাসরত হিন্দু পরিবারটি ব্যবহার করছে।

পরিবারের সদস্যদের অনীহার কারণে জেলা প্রশাসন যথাযথ সংস্কারের ব্যবস্থা নিতে না পারায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি বিলীন হওয়ার পথে। বর্তমানে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি বিজড়িত বাড়িটি ভঙ্গুর হয়ে ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে। এ স্মৃতিচিহ্ন রক্ষায় এখনি পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একসময় জানবেই না এই গুণী ব্যক্তি কুমিল্লায় জন্ম নিয়েছেন, বা কুমিল্লায় তাঁর বিচরণ ও পদচারণা ছিল।

ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি আজ সংরক্ষণের অভাবে ধবংস হয়ে যাচ্ছে। বাংলা ভাষার জন্য যে নিজের প্রাণ দিল তার স্মৃতিচিহৃ এভাবে অবহেলায় পড়ে থাকতে দেখে ব্যথিত অনেকেই ।

স্থানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম বলেন, খুব খারাপ লাগছে,যিনি বাংলা ভাষার প্রথম প্রস্তাবকারী, ভাষার জন্য যিনি পাক হানাদার বাহিনীর হাতে প্রাণ দিল, সেই ভাষা সৈনিকের স্মৃতিটি আজ অবহেলায় বিলীন হওয়ার পথে। তার স্মৃতিকে সংরক্ষণ করে আমাদের ধরে রাখতে হবে। তার স্মৃতিটি বিলীন হওয়া মানে তাকে অবজ্ঞা করা। তাই যতসম্ভব তাড়াতাড়ি ধীরেন্দ্রনাথ দত্তের এই বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করার পদক্ষেপ নেয়া উচিত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, গত কয়েক বছর ধরে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি সংস্কার ও সংরক্ষণের জন্য ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে যাচ্ছে। উনার পরিবারের সদস্যদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা নিতে পারছে না সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি