রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পাটির প্রস্তুুতি শুরু, দোটানায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৫

ccc
মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশ নির্বাচনে অংশ নিতে প্রস্তুুতি শুরু করেছে ক্ষমতাশীল দল আওয়ামীলীগ ও বিরোধী দল জাতীয় পাটি নেতাকর্মীরা। তবে নির্বাচনে অংশ গ্রহন নিয়ে এখনো দোটানায় আছেন স্থানীয় বিএনপি নেতা-কমীরা। সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় হাইকমান্ড থেকে পরিস্কার ভাবে কোন সিদ্ধান্ত না আসায় বিএনপির সমর্থীত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পড়েছেন মহা বিপদে। তবে ভোটারদের চাপের কথা বলে দলীয় সিদ্ধান্তকে আপাতত একটু গুরুত্ব না দিয়ে নিজেদের মত প্রস্তুুতি নিচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আন্দোলরত বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলা নিয়ে পলাতক থাকায় এ সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন ক্ষমতাশীল দলের সমর্থীত প্রার্থীরা। কিন্তুু ক্ষমতাশীল দলকে ফাঁকা মাঠে গোল দিতে দিবে না বিএনপির সমর্থীত প্রার্থীরা। তাই দলীয় কোন সিদ্ধান্ত না আসলেও ভোটাদের চাপকে ইসু করে নির্বাচনে অংশনিতে প্রস্তুুতি শুরু করেছেন। এ বিষয়ে জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বর্তমান কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, আমরা জরগণের জন্য কাজ করি। তাই দলীয় ভাবে সিদ্ধান্ত না আসলেও জনগণের চাপে নির্বাচন করতে হয়। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে দলের তেমন চাপ থাকে না উল্লখ করে নিয়াজ মোহাম্মদ বলেন, বছর খানেক আগে থেকে সকল দলের সমর্থীত প্রার্থীরা প্র¯ু‘তি শুরু করেছেন। আমি প্রস্তুুতি নিয়েছি। এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। ১৯ নম্বর দক্ষিন বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, এলাকার মানুষ ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেন। সেখানে দলীয় পরিচয় বিবের্চ নয়। মানুষের চাহিদার কথা আমাদের বিবেচনা করতে হয়। পাশাপাশি এ নির্বাচন দল-দলের ঊর্ধ্বে স্থানীয় পর্যায়েরে একটি নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় মনোনয়ন প্রয়োজন হয় না সেহেতু নির্বাচনে অংশ গ্রহণে কোন অসুবিধা নেই বলে আমি মনে করি। মামলা সংক্রান্ত জটিলতার কারণে নগর বিএনপির অধিকাংশ নেতাই বর্তমানে রয়েছেন আত্মগোপনে। এ অবস্থায় নগর বিএনপির কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার বলছেন, আন্দোলনের এ পরিস্থিতিতে বিএনপি নেতাদের নির্বাচনে অংশ নেয়া উচিত হবে না। দলের সিদ্ধান্ত অপেক্ষা যে কেউ নির্বাচন করতে পারে সেটা তার নিজের সিদ্ধান্ত। তবে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। অন্যদিকে বিএনপি নির্বাচনে না আসার বিষয়টি নিশ্চিত জেনে এবার মেয়র প্রার্থীর দলীয় মনোনয়ন পেতে যে যার স্থান থেকে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছে, নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ও সিডিএর চেয়ারম্যান আবদুচ সালাম। পাশাপাশি নগরীর ৪১টি ওর্য়াডের মধ্যে প্রতিটি ওর্য়াডে ৩ থেকে ৪ জন ক্ষমতাশলী আওয়ামীলীগের কাউন্সিলর প্রার্থী পরিচয় দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীয় মেয়র প্রার্থী ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। বিরোধীদল জাতীয় পাটি থেকে র্মোশেদ মুরাদ ইব্রাহিমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন। উল্লেখ্য, গত মেয়র নির্বাচনে মেয়র পদের পাশাপাশি ৪১ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে ২২ জন নির্বাচিত হয়েছিলো বিএনপি-জামায়াত জোট থেকে। আর ১৪ জন মহিলা কাউন্সিলর পদের মধ্যে পাঁচটি পেয়েছিলো তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি