সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭ ঘন্টা পর আহত কুমিল্লার ৪ গোয়েন্দা পুলিশকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৫

border_1

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

৭ ঘন্টা পর কুমিল্লার ৪ গোয়েন্দা পুলিশকে বি-বাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ । তারা বর্তমানে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১ টায় আহত অবস্থায় ৪ গোয়েন্দা পুলিশকে ফেরত দেয়া হয়।

এ সময় কুমিল্লা ১০ বিজিবি ও ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের হামলায় গোয়েন্দা পুলিশ ৪ জন আহত হয়েছেন। বিএসএফ তাদের উদ্ধার করেছে।

উল্লেখ্য যে, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় কুমিল্লার জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার সীমান্ত এলাকা আশাবাড়ী গ্রামের পাশেই ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামের চোরাকারবারী আবদুল জলিলকে আটক করতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কন্সটেবল সেলিম ও কন্সটেবল জাফরসহ ৭ সদস্য তার বাড়িতে যায়। সন্ধ্যা ৬ টায় তার বাড়িতে গিয়ে অভিযান চালায় তারা। গোয়েন্দা পুলিশ তাকে ধরতে সীমান্ত মেইন পিলার ২০৫৯ এর কাছে নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের ভেতর ওই গ্রামে প্রবেশ করে। তারা আবদুল জলিলকে হ্যান্ডকাপ পড়ায়। এ সময় তার সাথে আরো দু জনকে হ্যান্ডকাপ পড়ালে গ্রামবাসী গোয়েন্দা পুলিশকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফের সদস্যরা গোয়েন্দা পুলিশদের আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। এলাকাবাসীর ধাওয়ার সময় গোয়েন্দা পুলিশের দলের অপর ৩ সদস্য দৌঁড়ে পালিয়ে চলে দেশের অভ্যন্তরে চলে আসে।
এ ঘটনার পর তাদের উদ্ধার করতে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএসএফের হাতে আটকের সময় ৪ গোয়েন্দা পুলিশের একজনের কাছে পিস্তল ছিল বলে জানা যায়।
সাথে সাথেই ঘটনাটি জানাজানি হলে বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে রাতে আখাউড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি