রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা লোটাস কামালের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৫

image_122653_0

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংস্থাটির সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নয় মাস পদটিতে থেকে আজ তার অবসান ঘোষণা করছি, বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন মুস্তফা কামাল।

তিনি বলেন, এখন থেকে আমি যে বক্তব্য দেবো তা হবে আইসিসি’র সাবেক সভাপতির বক্তব্য।

মুস্তফা কামাল বলেন, আমি যা বলেছি তা ষোল কোটি মানুষের বক্তব্য। আমি তা প্রত্যাহার করবো না, আমি পদত্যাগ করবো।

তিনি আরও বলেন, আইসিসি এবারের বিশ্বকাপের ফাইনালে যে আচরণ করেছে তা সংগঠনের সংবিধানের পরিপন্থি। আমি সংবিধান বিরোধী কোনও সংস্থার সঙ্গে থাকতে পারি না।

মুস্তফা কামাল বলেন, আইসিসি’র ভেতরে কি হয় তা বিশ্ববাসীকে জানাতেই এই পদত্যাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি