রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাজে আম্পায়ারিং নিয়ে মোস্তফা কামালকে যা বলেছিলেন আইসিসি


বাজে আম্পায়ারিং নিয়ে মোস্তফা কামালকে যা বলেছিলেন আইসিসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৫

image_122653_0

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন ক্ষমা চাইতে বলেছিলেন আ হ মোস্তফা কামালকে। শ্রীনিবাসন বলেছিলেন, বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে করা মন্তব্য ফিরিয়ে নিতে। কোনোটাই মানতে রাজি হননি মোস্তফা কামাল।

মোস্তফা কামাল বলেন, আমি আমার দেশের ১৬ কোটি মানুষকে কখনোই ছোট করতে পারব না। এই বিষয়টাই চরমভাবে অপমানিত করেছিল আইসিসির প্রবল প্রতাপ চেয়ারম্যান শ্রীনিবাসনকে। তিনি বিশ্বকাপে বিজয়ী দলের হাতে ট্রফি দেয়ার সুযোগ কেড়ে নিয়ে কামালকে একহাত নিতে চেয়েছিলেন। তবে হিতে বিপরীতই হলো। আইসিসি সভাপতির পদ ছেড়ে দিলেন মোস্তফা কামাল।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অসাংবিধানিক আচরণ মেনে নিতে পারেননি তিনি। প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে পাঠিয়ে দেন পদত্যাগপত্র। এসব নিয়ে এখনও আলোচনায় রয়েছেন আইসিসির সদ্য বিদায়ী এই সভাপতি। মোস্তফা কামালের পদত্যাগপত্র নিয়ে ধোয়াশা সৃষ্টি করেছে আইসিসি।

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, মুস্তফা কামাল নাকি আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে লেখা পদত্যাগপত্রে আইসিসির কর্মকর্তাদের কাছে ক্ষমা-প্রার্থনা করেন।

এর আগে বুধবার প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছিলেন, মোস্তফা কামাল তার পদত্যাগপত্রে আইসিসির সব অ্যাসোসিয়েটদের কাছে ক্ষমা চেয়েছেন। আ হ ম মোস্তফা কামাল আইসিসির প্রেস বিজ্ঞপ্তির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক প্রতিবাদলিপিতে বলেন, আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে অনেক ভুল ধারণার সৃষ্টি করেছে। এটা দূর করতে তিনি মিডিয়াকর্মীদের হাতে তার পদত্যাগপত্রের অনুলিপি তুলে দেন। মমুস্তফা কামালের পদত্যাগপত্রের বক্তব্য ছিলো।

জনাব, ব্যক্তিগত কারণে আমি আইসিসি প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি আইসিসির এঙি্কউিটিভ বোর্ডের সদস্যদের বোর্ডের সদস্যদের এবং আইসিসির সকল অ্যাফিলিয়েট ও অ্যাসোসিয়েটদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আইসিসির পদস্থ কর্মকর্তাদের এবং সকল স্টাফদের। প্রিয় ডেভিড, আমি আইসিসিতে প্রায় ৬ বছর বিভিন্ন পদে কাজ করেছি। এই সময়ে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। আমার পক্ষ থেকে কারও প্রতি কোনো অনুযোগ নেই।

অন্যদিকে আমি তোমাদের সকলের প্রতিই ঋণী। তোমার এবং আইসিসির প্রতি রইল শুভকামনা। এই বিশ্বে ক্রিকেট আইসিসির নেতৃত্বে ভক্তদের হৃদয়-মনে স্থান করে নিবে এই প্রত্যাশা করি। অথচ আইসিসি প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে, মুস্তফা কামাল বলেছেন তিনি তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন এবং তিনি আইসিসির সকল অ্যাসোসিয়েটদের কাছে ক্ষমা চেয়েছেন। মূলত মুস্তফা কামাল সকল অ্যাসোসিয়েটদের ধন্যবাদ জানিয়েছেন তাদের কাছে ক্ষমা চাননি। আইসিসির এ বক্তব্যই ক্রীড়ানুরাগীদের মধ্যে ভুল ধারণার সৃষ্টি করেছে।

ই-মেইলে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বরাবর পাঠানো পদত্যাগপত্রে কামাল সরে যাওয়ার সিদ্ধান্তটা ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন। দায়িত্ব পালনের সময় কারও মনে আঘাত দিয়ে থাকলে সে জন্য ক্ষমা চেয়ে আইসিসি-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দিয়েছেন। আশা প্রকাশ করেছেন, আইসিসির নেতৃত্বে ক্রিকেট খেলাটা আরও বেশি করে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে। চিঠির ভাষা এত ‘নরম’ কেন? ‘আনন্দবাজার পত্রিকা’-এর এমন প্রশ্নের জবাবে কামাল বলেছেন, ‘ক্রিকেট ভালোবাসি। ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে চাই। তাই চিঠিতে আসল কারণটা লিখতে পারিনি। আইসিসি প্রেসিডেন্টের পক্ষে যা অনৈতিক, তা করব কেন?

এ দিকে ‘আইসিসি চালাচ্ছেন বিতর্কিত ব্যক্তি, কামাল ধুয়ে দিলেন শ্রীনিবাসনকে’ শীর্ষক খবর প্রকাশ করেছে এনডিটিভি স্পোর্টস। পত্রিকাটি গতকালই জানিয়েছিল, বিতর্কিত মন্তব্যের জন্য আইসিসির নির্বাহী বোর্ড সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই রেখেছিল। আর বিশ্বকাপ ট্রফিটা নাকি শ্রীনিবাসন দিয়েছেন আইসিসির নির্বাহী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী।

কলকাতার ‘এই সময়’ পত্রিকা লিখেছে, ‘শ্রীনিকে ‘‘পচা লোক’’ বলে সরলেন আইসিসি প্রেসিডেন্ট’। অন্যদিকে ‘শ্রীনির অধীনে যেমন খুশি তেমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’ শিরোনামে কামালের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। সেখানে কামাল বলেছেন, শ্রীনির অধীনে আইসিসি তিন মোড়লের সংস্থায় পরিণত হয়েছে।

উল্লেখ, সেমি ফাইনালে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে কয়েকটি ভুল সিদ্ধান্ত নেয় আম্পায়ার। এ নিয়ে আইসিসির সমালোচনা করেন তিনি। আর এ ঘটনার জেরে কামালের পদত্যাগ পত্রে লেখার নানা বিষয় জানান আইসিসির প্রধান নির্বাহী। সেখানে কামালের গুরুতর কোনো অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেন নি তিনি। যে বিষয়টি এখন মূল আলোচনায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি