সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিটি নির্বাচনে বিএনপি হারেনি, হেরেছে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৫

581-400x222
স্টাফ রিপোর্টারঃ
তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সর্মথিত প্রার্থীরা হারলেও দলের নীতিনির্ধারকরা মনে করেন এই নির্বাচনে বিএনপি নয় হেরেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয় ও নির্বাচন বর্জনের বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা এটাকে পজেটিভ হিসেবে দেখছে। তারা মনে করেন, সরকারের ভাবমূর্তি দেশে বিদেশে আবারও প্রশ্নের মুখে পড়েছে। নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে আবারো নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।
দলটির নেতারা মনে করেন, এই নিবার্চনের মাধ্যমে নতুনভাবে আবারো প্রমাণ হয়েছে ৫ জানুয়ারির জাতীয় নিবার্চনে এই সরকারের অধীনে অংশ না নেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন দেশবাসি ও বিশ্ববাসি উপলব্ধি করতে পেরেছে বর্তমান এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার কোনো সূযোগ নেই। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও এর বাইরে বিভিন্ন দল ও সংস্থা এতোদিন ধরে নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে জাতীয় নির্বাচনের যে দাবি করে আসছিল তা আবারো যৌক্তিক দাবি বলে প্রমাণিত হয়েছে। বিএনপির একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এমন সব তথ্য মিলেছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, আমরা জানতাম এমনটা হবে। তারপরও কেউ যাতে বলতে না পারে বিএনপি নির্বাচন বিমুখ দল, এ জন্যই আমরা নির্বাচনে গিয়েছি। আমরা এর আগে এই সরকার ও নিবার্চন কমিশনের অধীনে উপজেলা নির্বাচন করেছি। সেখানে যে অনিয়ম হয়েছে তা সবাই দেখেছেন। আর তিনি সিটি নিবার্চনে আবারো যে দৃশ্যটি দেখা গেছে তাতে দেশবাসি ও বিশ্ববাসির কাছে এখন সব পরিষ্কার হয়ে গেল। তিনি বলেন, বিএনপি তো এই নির্বাচনে হারেনি, যা হারাবার সরকারই হেরেছে। সরকারের ভাবমূর্তি দেশে বিদেশে আবারও প্রশ্নের মুখে পড়েছে।
নির্বাচন কমিশন ‘ঠুটো জগন্নাথ’ হিসেবে নিজেকে আবারো প্রমাণ করার সূযোগ পেয়েছে।
বিএনপি সমর্থিত প্রার্থীদের বিপুল পরিমাণ ভোট পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার এবার ভিন্ন কৌশল নিয়েছে নিজেদেরকে স্বচ্ছতা দেখাতে। আবার মিথ্যাকে সত্য বলে প্রচার চালাতে অনেক রং চড়ানো হয়। বিএনপির ব্যাপক জনসর্মথন রয়েছে তার প্রমাণ মিলেছে ভোটকেন্দ্র দখল, জাল ভোট, বিএনপির ভোট বর্জনের পরও তিন সিটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোট পেয়েছেন। যদি অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচনে সূযোগ দেওয়া হতো তাহলে দল সর্মথিত সব প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হত।
দলের সূত্র জানায়, নিবার্চনে জিতলেও লাভ, হারলেও লাভ এমন সমীকরণ সামনে রেখে সিটি নির্বাচনে গিয়েছিল বিএনপি। দলের নীতি নির্ধারক, বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতারা এই সূযোগকে লাগাতে চেয়েছিলেন। নির্দলীয় সরকারের দাবিতে ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি যখন কর্মক্ষমতা হারাতে থাকে তখন বিএনপিকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা সিটি নিবার্চনের অংশ নেওয়ার বিষয়ে বিএনপি প্রধান খালেদা জিয়াকে রাজি করান। এরপরেই কৌশলগত কারণে বিএনপি সিটি নির্বাচনে অংশ নেয়।
নির্বাচনের একদিন আগে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনকে সরকার, শাসক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছে বিএনপি। স্থানীয় সরকারের এই নির্বাচনেও যদি সন্ত্রাস, ডাকাতি, কারচুপির মাধ্যমে সরকার জনগণের রায় বদলে ফেলে, তাহলে আবারও স্পষ্টভাবে প্রমাণিত হবে যে এদের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা সম্পূর্ণ অবাস্তব ও অবান্তর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি