বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এই বেয়াদবি আ.লীগ বরদাস্ত করবেনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

Rony_0

গোলাম মাওলা রনি: কথাটি আমার নয়। একজন আওয়ামী-লীগের সিনিয়র নেতা কথা প্রসঙ্গে উপরোক্ত মন্তব্য করলেন এবং তার সামনে উপস্থিত নেতা কর্মীরা রাগে অভিমানে হৈ চৈ শুরু করলেন। এসব কথা বার্তা যাকে নিয়ে হচ্ছিল তিনি আর কেউ নন-তিনি হলেন আওয়ামী-লীগের সাম্প্রতিক বিস্ময়কর আবিস্কার জনাব আনিসুল হক যিনি কিনা হাল আমলে ঢাকা উত্তর সিটির মেয়র পদেও আসীন হয়েছেন।

আনিসুল হকের সঙ্গে আমার পরিচয় এবং সখ্যতা বহুদিনের । এ ব্যাপারে আমার সংক্ষিপ্ত মন্তব্য পরে বলবো। প্রথমে বলে নেই আওয়ামী-লীগের নেতার বিরূপ মন্তব্যের কারণ। তিনি প্রথমত ক্ষেপেছেন দুইটি কারণে । প্রথম কারণ হলো আনিসুল হক কেনো শপথ গ্রহনের সময় মুজিব কোট পরলেন না। দ্বিতীয়তঃ অপর দুই মেয়র যখন শ্রদ্ধাবনত হয়ে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা কে কদমবুচি করলেন তখন তিনি ঠায় দাঁড়িয়ে থেকে নেত্রীকে অপমান করলেন সরাসরি এবং প্রকারান্তে অপর দুই মেয়রকে জাতির সামনে হেয় করলেন। কাজেই আওয়ামী-লীগের সৈনিকেরা জনাব আনিসের এই আচরণকে স্পষ্টতঃই বেয়াদবি বলে ধরে নিচ্ছে।

নেতার কথা শুনে কর্মীরা সব তেলে বেগুনে জ্বলে উঠলো। তারা বললো- সে একবারও জীবনে জয় বাংলা এবং জয় বঙ্গ বন্ধু বলেনি। তার বাসা এবং অফিসের কোথাও বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি নেই। সে নির্বাচনের সময় সদম্ভে বলে বেড়িয়েছে – তাকে নাকি আওয়ামীলীগ এবং বিজেএমইএ সমর্থন দিয়েছে। সে তাদের সমর্থিত প্রার্থী কিন্তু কোনমতেই সংগঠনের মনোনীত প্রার্থী নয়। সে আরো বলেছে – নির্বাচনের একমাস পূর্বে নাকি প্রধানমন্ত্রী স্বয়ং উপযাচক হয়ে তাকে মেয়র পদে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব সে নাকি একমাস ঝুলিয়ে রেখে চিন্তা ভাবনা করেছে এবং শেষ মেষ তার পরিবার পরিজনের অনুমতি লাভের পর প্রধানমন্ত্রীকে তার সদয় সম্মতি দিয়েছে।

জনাব হক সম্পর্কে বাহারী এবং ব্যাঙ্গাত্বক মন্তব্যের পরিধি বেড়েই চললো। একজন বললো লোকটার সাহস কতো ? নির্বাচনের সময় সে কোন আওয়ামী-লীগের নেতা কর্মীকে পাত্তা তো দিলোই না বরং সদম্ভে বললো- দরকার হলে পরাজিত হবে কিন্তু সাব স্টান্ডার্ডদের নিকট ধরনা ধরতে পারবে না ! অথচ সেই সব স্টান্ডার্ডদের পেটানো সিলের ওপর দাঁড়িয়ে সে আজ মেয়র। একা একা ভোট করলে ভোট তো দুরের কথা- রাস্তায়ই দাঁড়াতে পারতো না।

আমার দৃষ্টিতে জনাব হক একজন শিক্ষিত এবং সজ্জন মানুষ। ব্যবসায়ী হিসেবেও সফল। শিল্প-সাহিত্য চর্চা না করলেও তিনি একজন সমঝদার ব্যক্তি। সরাসরি রাজনীতি না করলেও এই অঙ্গনের বহু শীর্ষ নেতার সঙ্গে তার রয়েছে দহরম মহরম। কিন্তু বাস্তবতা হলো তিনি রাজনৈতিক দলের তৃনমূলের মনোভাব সম্পর্কে তেমন একটা অবহিত নন।

উপরোক্ত কথা গুলো আমি বললাম- নিজের তিক্ত অভিজ্ঞতার জন্য। সংসদ সদস্য হিসেবে দলের তৃনমুল নেতা কর্মীদের মূল্যায়ন করতে না পারা এবং দলীয় নেতা কর্মীদের মনোভাব না বুঝে কথাবার্তা বলার কারণে আমাকে অনেক দায় শোধ করতে হয়েছে। জনাব হক যদি স্বজ্ঞানে সব কিছু করেন তবে আমার কিছু বলার নেই। কিন্তু তার অবগতির জন্য বলছি – শতভাগ আওয়ামীলীগার না হয়ে এবং দলটির অন্যান্য মেয়র ও মন্ত্রীদের মতো সভানেত্রীর প্রতি আনুগত্য না দেখালে তিনি যে কিছুই করতে পারবেন না তা প্রায় নিশ্চিত। অধিকন্তু তিনি হারিয়ে ফেলবেন সবকিছু যা তিনি অর্জন করেছেন সারাটি জীবন ধরে।

গোলাম মাওলা রনির ফেসবুক স্টাটাস থেকে নেওয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি