বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যা কিছু অর্জন, প্রায় সবই ভারতের পক্ষে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৫

15341-400x238

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, অহেতুক ভারত বিরোধীতার রাজনীতি তো কোনো ভাবেই প্রত্যাশিত না। কিন্তু ভারতের থেকে বাংলাদেশের নায্য প্রাপ্তির বিষয়গুলো নিয়ে কথা বলার মত মানুষ তো দেশে থাকতে হবে।

গোলাম মোর্তুজা বলেন, সরকার -আওয়ামী লীগ -বিএনপি -অন্যান্য রাজনৈতিক দল -অধিকাংশ সাংবাদিক -লেখক -বুদ্ধিজীবীদের এত গদগদ হওয়ার কারণ কি? মোদীর সফর থেকে বাংলাদেশের দৃশ্যমান অর্জন কি, অত্যন্ত ক্ষুদ্র কিছু প্রসঙ্গ ছাড়া?

তিনি বলেন, যা কিছু অর্জন, প্রায় সবই তো দেখছি ভারতের পক্ষে? এমন অসম -ক্ষতিকর শর্তের ঋণ ভারতের থেকে কেন নেবে বাংলাদেশ, একটি কারণও খুঁজে পাইনা এর পক্ষে। সম্পর্কের উন্নয়ন, সীমান্ত চুক্তি ভালো ব্যাপার, কিন্তু দেয়া -নেয়ার হিসেব আমাদের নীতি নির্ধারকরা করছেন বলে মনে হচ্ছে না।

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নরেন্দ্র মোদির বক্তব্যের পর রাত নয়টায় এই স্ট্যাটাস দেন গোলাম মোর্তুজা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি