রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১ কেন্দ্রের ভোটে মনজুর ০, তাবিথ ১, আব্বাস ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

3-city_2est-400x291

 

বিশেষ প্রতিবেদন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কেন্দ্রে ভোট পড়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশ। অপর একটি কেন্দ্রে ভোট পড়েছে ১৪ দশমিক ১১ শতাংশ। উত্তর সিটি করপোরেশনের একটি কেন্দ্রে ভোট পড়েছে ৯৭ দশমিক ২৬ শতাংশ। অন্য এক কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪ দশমিক ১৫ শতাংশ। চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট পড়েছে ৯৮ দশমিক ৮২ শতাংশ। অপর একটি কেন্দ্রে ভোট পড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এমনও কেন্দ্র রয়েছে যেখানে বৈধ ভোটের চেয়ে বাতিল ভোটই বেশি। সবচেয়ে বেশি ভোট বাতিল হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনে।

বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী মির্জা আব্বাস একটি কেন্দ্রে ১০ ভোট পেয়েছেন। তাবিথ আউয়াল একটি কেন্দ্রে পেয়েছেন ১ ভোট। মনজুর আলম চট্টগ্রামের একটি কেন্দ্রে একটি ভোটই পাননি। তিন সিটি করপোরেশন নির্বাচনের ২ হাজার ৭০১টি কেন্দ্রের ভোটের সার্বিক ফল বিশ্লেষণ করে এই অস্বাভাবিক চিত্র পাওয়া গেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তিন সিটি নির্বাচনে অনিয়ম, কারচুপি, কেন্দ্র দখল, জালিয়াতিসহ নান কারণে রেকর্ড সংখ্যক ভোট বাতিল হয়েছে। অনেক কেন্দ্র প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কম ভোট পেয়েছে। আবার কোন কোন কেন্দ্র বেশি ভোট পড়েছে। তবে ফল বিশ্লেষণে দেখা গেছে যেসব কেন্দ্রে অনিয়ম বেশি হয়েছে সেসব কেন্দ্রে বেশি ভোট পড়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ৫৪ হাজার ৮৪ জন। যা মোট ভোটের ৪৮ দশমিক ৪০ শতাংশ। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৩৫৪টি। এছাড়া বাতিল হয়েছে ৪০ হাজার ১৩০টি ভোট। ভোট কেন্দ্র ৮৮৯টি।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার হচ্ছে ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৮ লাখ ৭৪ হাজার ৫৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৩০ শতাংশ। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার। এছাড়া বাতিল হয়েছে ৩৩ হাজার ৫৮১টি ভোট। ভোট কেন্দ্র ১ হাজার ৯৩টি।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩ জন। যা মোট ভোটের ৪৭ দশমিক ৯০ শতাংশ। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৩৭১টি। এছাড়া বাতিল হয়েছে ৪৭ হাজার ২৯২টি ভোট। ভোট কেন্দ্র ৭১৯ টি।

দক্ষিণ সিটির কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণঃ

দক্ষিণ সিটি করপোরেশনে ৫টি কেন্দ্রে ২১ শতাংশের কম ভোট পড়েছে। প্রায় ২০টি কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট বাতিল হয়েছে। মানিকনগর মডেল হাই স্কুল কেন্দ্র-২ এ মোট ভোটার ২ হাজার ৩০৫ এতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৩৮১ ভোট, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ১৬১১ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা ২ হাজার ৫৯টি এবং বাতিল ভোটের সংখ্যা ১৮৫ টি। প্রাপ্ত ভোটের সংখ্যা ২২৪৪ যা প্রদত্ত ভোটের ৯৭ দশমিক ৩৫ শতাংশ।

সবচেয়ে কম ভোট পড়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ৪নং কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩০৪ জন এতে মির্জা আব্বাস পেয়েছেন ৪৫ ভোট সাঈদ খোকন পেয়েছেন ১৩০ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১৭টি বাতিল ৭টি। প্রাপ্ত ভোট ১৮৪টি যা মোট ভোটের ১৪ দশমিক ১১ শতাংশ।

সিরাজুল ইসলাম একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ এ মির্জা আব্বাস পেয়েছেন ১০ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১২৮ এতে সাঈদ খোকন পেয়েছেন ৯৮০ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৯৯০ বাতিল ভোট ১১০টি। প্রাপ্ত ভোট ১ হাজার ১০০ বা ৫১ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া ৭০৭ নম্বর কেন্দ্রের সিরাজুল ইসলাম একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ মির্জা আব্বাস ভোট পেয়েছেন ২০টি। এই কেন্দ্রে ভোট ভোটার ১ হাজার ৯৯৩ জন। সাঈদ খোকন পেয়েছেন ১ হাজার ৭৭৫ ভোট। এতে প্রাপ্ত ভোটের সংখ্যা ১ হাজার ৮০২। বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৩১৮ এবং বাতিল ভোট ১৫টি প্রাপ্ত ভোট ৯১ দশমিক ৭ শতাংশ।

শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় ২নং কেন্দ্র, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ২নং কেন্দ্র, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ৩নং কেন্দ্র, দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়-শ্যামপুর কেন্দ্র-১ এ ভোট পড়েছে ২১ শতাংশের কম।

উত্তর সিটির কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণঃ

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ নম্বর কেন্দ্রে ৯৭ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২৫৫৮। ভোট দিয়েছেন ২৪৮৫ জন। এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন ২১২২ ভোট। তাবিথ আউয়াল পেয়েছেন ৩০৭ ভোট। ঢাকা উত্তর সিটির আরেকটি কেন্দ্র শহীদ পুলিশ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট পড়েছে মাত্র ৪ দশমিক ১৫ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ১৮৫৫। ভোট দিয়েছেন ৭৬ জন। এখানে আনিসুল হক ৩২ ও তাবিথ আউয়াল ৩৬ ভোট পেয়েছেন।

পাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৭৯৪। এই কেন্দ্রে ৪৮ দশমিক ০৫ শতাংশ ভোট পড়লেও তাবিথ আউয়াল পেয়েছেন মাত্র ১ ভোট। এ ছাড়া যেসব কেন্দ্রে শতকরা ১৫ শতাংশের কম ভোট পড়েছে সেগুলো হচ্ছে-পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা), গ্রিন ভিউ হাই স্কুল, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ, খালেদ হায়দার মেমোরিয়াল হাই স্কুল।

চট্টগ্রাম সিটির কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ৮২ শতাংশ, জামালখানের সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯৮ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। অপর দিকে নৌ-বাহিনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে।

এ ছাড়া ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে ২২টি কেন্দ্রে। আর ৭০ থেকে ৭৯ শতাংশ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা ৪৯টি। বেশি ভোট প্রদানের পাশাপাশি অস্বাভাবিক কম ভোট পড়ারও নজির আছে। ১৯টি কেন্দ্রে ২০ শতাংশের কম ভোট পড়েছে।

হালিশহর মেহের আফজল উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের একটিতে শূন্য ভোট পান মনজুর আলম। এই কেন্দ্রে আ জ ম নাছির পান ৭৪৬ ভোট। এ ছাড়া মনজুর আলম সাত ভোট পান দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নাছির পেয়েছেন ১৪২৩ ভোট। দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ১ হাজার ৮৬২টি। বাতিল ভোট ২ হাজার ৪৬০টি, যা প্রদত্ত ভোটের প্রায় ৫৭ শতাংশ। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪ হাজার ৪২২। ভোট পড়েছে ৪ হাজার ৩২২।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি