রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৪ ঘণ্টা সময় নিলেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৫

 

Messi_Goal_bg_336347811

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন স্প্যানিশ সাবেক তারকা রাউল গঞ্জালেস। তাকে টপকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে গোল করে চলছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো সে আসনে শীর্ষে জায়গা করে নিলেন মেসি।

আগের দিনই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে জুভেন্টাসের ঘরের মাঠে গিয়ে ২-১ হারতে হয় রোনালদোর রিয়াল মাদ্রিদকে। তবে, রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো। আর সে গোলের সুবাদে মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান পর্তুগিজ অধিনায়ক।

একদিন পরেই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখেন মেসি। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে বিধ্বস্ত করে ৩-০ গোলের জয় তুলে নেন মেসিরা। ম্যাচে দুটি গোল করেন আর্জেন্টাইন তারকা। আর নেইমারকে দিয়ে অপর গোলটি করান মেসি।

এরই সঙ্গে একদিনের জন্য রোনালদোর কাছে শীর্ষস্থান হারানো মেসি আবারো সর্বোচ্চ গোলদাতার মালিক হলেন।

ইউরোপ সেরার টুর্নামেন্টে মেসির গোলসংখ্যা ৭৭টি, আর রোনালদোর গোলসংখ্যা ৭৬টি। চলতি আসরেও শীর্ষে মেসি। ১১ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ১০টি। অপরদিকে সমান ম্যাচ খেলে রোনালদোর গোল ৯টি।

বলা চলে মেসি আর রোনালদো যেমন একে অপরকে ছাড়ছেন না, তেমনি রেকর্ড গুলোও তাদের পিছু ছাড়ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি