রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী , প্রধানমন্ত্রীর অপেক্ষায় কুমিল্লাবাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৫

PM_01_431884689_871189102

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। এ প্রেক্ষিতেই দীর্ঘ ২৩ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান।

সোমবার (২৫ মে, ১১ জ্যৈষ্ঠ) বিকেল ৪টা ১০ মিনিটে কুমিল্লা টাউন হলে মানবতা, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করবে।

vlcsnap-2015-05-25-2

বিকেল ৫টা ৫ মিনিট থেকে এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নজরুল জন্মবার্ষিকীর জাতীয় এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি কুমিল্লাবাসীর মনে আরও কিছু স্বপ্নের জন্ম দিয়েছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী নজরুল জয়ন্তীর এ অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেবেন। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

DSC_0108

প্রধানমন্ত্রীর কুমিল্লায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসন, সংস্কৃতিকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন বিমানবাহিনী, এসএসএফ ও গোয়েন্দা কর্মকর্তারা।

কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর টাউন হল মাঠে মঞ্চ ও সাড়ে পাঁচ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক প্যান্ডেল তৈরি করা হয়েছে।

DSC_0104

অনুষ্ঠানমালা প্রচারে নগরজুড়ে লাগানো হয়েছে শতাধিক মাইক। এছাড়াও অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারের জন্য মহানগরীর নজরুল এভিনিউ, লাকসাম রোড, বাদুরতলা ও মনোহরপুর এলাকায় বিশালাকার চারটি এলইডি টিভি মনিটর বসানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নজরুলপ্রেমীরা কুমিল্লা পৌঁছতে শুরু করেন।

জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর জানান, ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লায় তিন দিনব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী এ সফরে ১৭টি প্রকল্প উদ্বোধন করবেন বলেও জানা গেছে। জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে ওই মঞ্চে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন তিনি। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা।

DSC_0125

তিন দিনব্যাপী এ নজরুল জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ ও নজরুল স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক শান্তনু কায়সার।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কুমিল্লাবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি