সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০১৫

comilla h.w murder-2.6.15
এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লা মহানগরীর আশ্রাফপুর মর্ডাণ হাউজিং এলাকা থেকে পান্না বেগম (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ও বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টায় মর্ডাণ হাউজিং এলাকার একটি দ্বিতীয় তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পান্না কুমিল্লা সদর দক্ষিণের উনাইশার গ্রামের হাবিবুর রহমানের ছোট মেয়ে। পরিবারের ১ ভাই ৫ বোনের মধ্যে পান্না সকলের ছোট ছিলেন। মোবারক হোসেন (৭) নামে একটি সন্তান রয়েছে পান্নার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ঘরে গলায় উড়না পেছানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক ও বাপের বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। আজ সকালেও কিছু কথা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটা-কাটি হয়। এর আগে স্বামীর যৌতুক ও নির্যাতন থেকে রক্ষা পেতে পিতার কাছ থেকে পাওনা সম্পত্তি থেকে ২ শতক জমিও স্বামী আবদুল খালেকের নামে লিখে দেন পান্না।
নিহত পান্নার বড় বোন সাহিদা বেগম জানান, আমার বোন জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছে। আমার বোনকে তার শুশুড় বাড়ির লোকজন হত্যা করেছে।
এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, আমি ঘটনাস্থল থেকে হত্যার কিছু আলামত সংগ্রহ করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি