সোমবার,২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি জামায়াতের ৪ শতাধিক মন্ত্রী-এমপি নিষিদ্ধ হচ্ছেন ,// সর্বনিম্ন শাস্তি ১০ বছরের জেল, সর্বোচ্চ মৃত্যুদ-


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৫

bnp-jamat2014010119591820140101220453

বিশেষ প্রতিবেদন :
রাজনৈতিক প্রতিপক্ষকে দীর্ঘ মেয়াদে কোণঠাসা করে রাখার সুযোগ হাতছাড়া করছে না সরকার। সারা দেশে ৩০০ নির্বাচনী এলাকায় ৪ শতাধিক সাবেক এমপি এবং স্থানীয়ভাবে জনপ্রিয়, সম্ভাবনাময় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের অযোগ্য ঘোষণার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির ৩৫ জন সদস্য রয়েছেন। দুর্নীতি ও ফৌজদারি মামলায় দ-িত করা ও উচ্চতর আদালতে আপিল নিষ্পত্তির আইনগত প্রক্রিয়ায় আগামী নয় মাস থেকে এক বছরের মধ্যে সম্পন্ন করার আইনগত প্রক্রিয়া করা হচ্ছে, যাতে আগামী নির্বাচনে তারা প্রার্থী হওয়ার অযোগ্য হন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এই প্রক্রিয়ায় রয়েছেন। বিগত অবরোধ-হরতালে দেশব্যাপী নৃশংসতা, অগ্নিসংযোগ, সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করা, নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার জন্য বিএনপি-জামায়াত এবং তাদের অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিচার করা হবে। এতে সর্বনিম্ন শাস্তি ১০ বছর সশ্রম কারাদ-, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ-, মৃত্যুদ-েরও বিধান রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি