ডেস্ক রিপোর্টঃ
২০১১ সালে জেল ভেঙ্গে পালানোর চেষ্টার সময় পুলিশের ওপর হামলা, হত্যা ও অপহরণের অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির আদালত। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদিসহ দলটির আরও চার নেতার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। দেশটির প্রধান মুফতির সঙ্গে পরামর্শ শেষে মঙ্গলবার এ দণ্ড বহাল রাখার ঘোষণা দেয় আদালত।
গত মাসে পুলিশের ওপর হামলা, হত্যা ও অপহরণের মামলায় মুরসি ও মুসলিম ব্রাদারহুডের শতাধিক নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেয়। ওই সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলি এ রায়ের তীব্র সমালোচনা করেছিল। ওই সময় বলা হয়েছিল মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশটির প্রধান মুফতি।
মঙ্গলবার প্রধান মুফতির সঙ্গে পরামর্শ শেষে আদালত মুরসি, মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদবাদিসহ দলের চার নেতার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া প্রভাবশালী ধর্মীয় নেতা ইউসুফ আল কারদাউইসহ আরও ৮০জনকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এর আগে মঙ্গলবার সকালে একই আদালত ফিলিস্তিনের হামাস, লেবাননের শিয়া হিজবুল্লাহ ও ইরানের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।
এদিকে মুরসির মৃত্যুদন্ডের সাজা বহাল রাখার পর তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে মুসলিম ব্রাদারহুডের আর্ন্তজাতিক সম্পর্কের প্রধান ইয়াহইয়া হামিদ বলেছেন, বিচারব্যবস্থা সব আর্ন্তজাতিক মানদন্ডের সবচেয়ে নিচু অবস্থানকেও ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, ‘এ রায় মিশরের গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকে দিলে।