শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এসপি টুটুলের চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৫

6_282961
নজরুল ইসলাম দুলাল//
টুটুল চক্রবর্তী। তিনি কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে ২০১৩ সালের ২৯ এপ্রিল যোগদান করে দায়িত্ব পালন করেন চলতি বছরের ৩১ মে পর্যন্ত। ২০তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ২০০১ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগদান করা কুমিল্লার সদ্য বিদায়ী এ পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দুই বছরের অধিক সময় এ জেলায় দায়িত্ব পালনকালে হেন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে উঠেনি। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, কনস্টেবলসহ বিভিন্ন পদে কর্মরতদের হয়রানিমূলক বদলি, বিভাগীয় ও পারিবারিক অনুষ্ঠানের নামে চাঁদা আদায়, আসামি ধরে মোটা অংকের বিনিময়ে ছেড়ে দেয়া, অশালীন আচরণ, গালমন্দ ও ক্ষমতার দম্ভসহ বিভিন্ন কারণে তিনি বেশ আলোচিত-সমালোচিত হয়ে উঠেন। পত্রিকার শিরোনামও হয়েছেন একাধিকবার। অবশেষে কুমিল্লা থেকে তিনি ১ জুন বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পদে যোগ দেন। এর তিন দিন পর তাকে পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন শাখার উপ-কমিশনার পদে বদলি করা হয়। কুমিল্লা থেকে ওই পুলিশ সুপারের বদলির পর যেন স্বস্তি ফিরে আসে পুলিশ বিভাগসহ হয়রানির শিকার ভুক্তভোগীদের মাঝে- এমন ক্ষুব্ধ অভিমত প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশসহ রাজনৈতিক ও বিভিন্ন মহলের ভুক্তভোগীরা। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে কুমিল্লা জেলায় ৩৭১ জনকে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে পুরুষ ৩১৫ ও মহিলা ৫৬ জন। এ জেলার ১১টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা তাদের নিজ আসন এলাকার যোগ্যতাসম্পন্ন নিয়োগপ্রার্থীদের জন্য সুপারিশ সংবলিত ডিও লেটার দিলেও এর বেশিরভাগ উপেক্ষা করে তার নিজস্ব লোকদের মাধ্যমে আদায়কৃত মোটা অংকের উৎকোচের বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।সূত্র জানায়, কনস্টেবল পদে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে ৪ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। পুলিশ সুপার কার্যালয়ের স্টেনো প্রদীপ, ডিবি’র কনস্টেবল ও টুটুল চক্রবর্তীর নিজ জেলা লক্ষ্মীপুরের বাসিন্দা শ্যামল চক্রবর্তীসহ নিকটতম বেশ কয়েকজনের মাধ্যমে এ টাকার লেনদেন হয়। তার সময়কালে একাধিকবার শুধু নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কমপক্ষে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার সময়ে জেলায় পুলিশের কোটি কোটি টাকার আটক বাণিজ্যের ব্যাপক অভিযোগ উঠে। এসময় জেলার বিভিন্ন এলাকায় অভিযানের নামে নিরপরাধ ও নিরীহ লোকদের আটক করে হাতিয়ে নেয়া হয় বিশাল অংকের টাকা। সেবার বদলে চাঁদাবাজিসহ হয়রানির অভিযোগ ব্যাপক হওয়ায় তার কার্যকালে পুলিশ এক আতংকের নামে পরিণত হয়। আটকের পর মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়ার মতো গুরুতর অভিযোগ উঠে পুলিশ সদস্যের বিরুদ্ধে। পুলিশ সুপার থেকে কনস্টেবল পর্যন্ত এ কাজে জড়িয়ে পড়ে।জানা যায়, এ ব্যাপারে গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে আসামি ধরা-ছাড়াসহ ঘুষ বাণিজ্যে কুমিল্লা জেলা পুলিশের অসাধু সদস্যরা সবচেয়ে বেশি টাকা নিয়েছেন বলে উল্লেখ করা হয়। পরে দ্বিতীয় প্রতিবেদনেও সবচেয়ে বেশি আটক বাণিজ্য কুমিল্লা জেলায় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেসময়ে এ জেলায় ১০৪ জনকে ছেড়ে দেয়া হয় এবং তাদের কাছ থেকে বাণিজ্য হয় ৩৭ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ লাখ টাকা নেয়া হয়েছে ২০১৩ সালের ৪ ডিসেম্বর বরুড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ ৪৭ জনকে আটক করার ঘটনায়। কুমিল্লার এসপি টুটুল চক্রবর্তীর সম্মতিতে ওইদিন রাতেই তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া একই বছরের ৩০ আগস্ট সন্ধ্যায় শিবির কর্মী সন্দেহে কুমিল্লা মেডিকেল কলেজের সামনে থেকে ১০৭ জনকে আটক করা হয়। ওই দিন রাতে এসপি টুটুল চক্রবর্তীর সম্মতিতে ১২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ৩৭ জনকে ছেড়ে দেন কোতোয়ালি মডেল থানার ওই সময়ের এসআই বর্তমানে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন। একই বছরের ১৮ ডিসেম্বর শিবির কর্মী সন্দেহে কুমিল্লা সদর থেকে গ্রেফতার করা হয় মো. শাওনকে। একই দিন ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে কুমিল্লা ডিবির এসআই মো. ইকবাল তাকে ছেড়ে দেয় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়। ওই প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র আরও জানায়, পুলিশ কর্তৃক আটককৃত দাগি আসামিদের কারাগারে না পাঠিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া কিংবা নিরীহদের আটক করে অর্থ আদায় করায় পুলিশের পাশাপাশি সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছে। পুলিশের কিছু সদস্যের এ ধরনের অর্থলিপ্সার কারণে সরকারের ভাবমূর্তিও ম্লান হচ্ছে। এছাড়া জামায়াত-বিএনপির নেতাকর্মীকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ায় রাজনৈতিক সহিংসতা বা নাশকতা দমনে সরকারের সদিচ্ছা, পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ওপর ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে। এসবই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। এদিকে টুটুল চক্রবর্তী কুমিল্লার পুলিশ সুপার থাকাবস্থায় বিগত যে কোনো সময়ের চেয়ে জেলায় আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল। এর মধ্যে রাজনৈতিক খুন, বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড দেশব্যাপী ছিল বেশ আলোচিত। ফলে তার সময়ে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ভয়াবহ পেট্রলবোমা হামলায় আগুনে পুড়ে প্রাণ হারায় অবুঝ শিশুসহ ৮ জন। এছাড়া একাধিক রেল নাশকতা, বহু বাস-ট্রাকে আগুন, ডিবি পুলিশের এসআই ফিরোজ আলমের পিস্তল ছিনতাই, ক্রসফায়ার, কোতোয়ালি থানার সন্নিকটে নগরীর ছাতিপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর স্বর্ণ দোকান লুট, নগরীর চর্থা এলাকায় বিজিবি সদস্য রিপনকে গুলি করে হত্যাসহ বহু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হওয়াসহ ২০ দলীয় জোটের আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ৭৭টি নাশকতার ঘটনা ঘটেছে।পুলিশ প্রশাসন ছাড়াও টুটুল চক্রবর্তীর দাম্ভিকতাপূর্ণ অশালীন আচরণ থেকে বাদ যাননি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানও। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ গত বছরের ১৬ আগস্ট সরকারি সফরে কুমিল্লায় আসেন। ওইসময় তাকে প্রটোকল দেয়ার জন্য জেলা প্রশাসন থেকে একাধিকবার বলা হলেও পুলিশ সুপার তার প্রটোকলের ব্যবস্থা করেননি। এছাড়া কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর শফিকুল আলম আইন মন্ত্রণালয়ের নির্দেশনা দেখিয়ে একাধিকবার তার বডিগার্ডকে গান (অস্ত্র) দেয়ার জন্য অনুরোধ করা হলেও তা দেয়া হয়নি। সূত্র জানায়, থানার ওসি, এসআই, এএসআই থেকে বিভিন্ন মামলার চার্জশিট, গ্রেফতার বাণিজ্য, ধরা-ছাড়ার নামে বিপুল অর্থ-বিত্তের মালিক হন তিনি। এদিকে কুমিল্লায় পুলিশ সুপার পদে যোগদানের পর একাধিকবার তার বদলির বিষয়টি আলোচিত হলেও পরে তা থমকে যায়। অবশেষে তার বদলির পর জেলার বিভিন্ন থানায় চাপ সৃষ্টি করে বিদায় সংবর্ধনার আয়োজনসহ ওয়েলফেয়ার গিফ্টের নামে অর্থ হাতিয়ে নেন।এসব বিষয়ে জানতে চাইলে টুটুল চক্রবর্তী বলেন, ‘যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সৃষ্টিসহ অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি