শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি, আহ্বায়ক আজিজ সিহানুক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৫

aziz singhanoknaimul hoque hemal

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার প্রায় ৪ বছর পর ঘোষিত হল ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। এ কমিটির মেয়াদ তিন মাস ।

২০ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ কমিটির অনুমোদন দেন। ২২ জুলাই বিকেল সাড়ে ৪ টায় এ কমিটি ঘোষণা করা হয়।

মহানগর ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল আজিজ সিহানুর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ৬ জন যুগ্ম-আহ্বায়ক হলেন , যথাক্রমে নাইমুল হক হিমেল, গোলাম সারোয়ার কাওসার, সাইফুল আলম রবিন, মোঃ ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসান ।

এ কমিটির আহ্বায়কসহ ৪টি পদ পেয়েছে সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতাকর্মীরা। বাকি ৩টি পদ পেয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব সমর্থিত নেতাকর্মীরা ।

এদিকে একই দিন কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি ভেঙ্গে ঘোষণা করা হয়েছে ৬ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদের নতুন জেলা (দক্ষিণ) ছাত্রলীগের কমিটি।
উল্লেখ্য যে, এর আগে ২০০৩ সালে ঘোষিত কবিরুল ইসলাম শিকদার (সভাপতি) ও আনিছুর রহমান মিঠুর (সাধারণ সম্পাদক) জেলা (দক্ষিণ) ছাত্রলীগের কমিটি ৮ বছর স্থায়ী ছিল। এরপর ২০১১ সালের ২৭ জুন ১৫ সদস্য বিশিষ্ট জেলা (দক্ষিণ) ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে সভাপতি ও জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি ও সেক্রেটারিসহ ১১টি পদ তৎকালীন হুইপ মুজিবুল হক মুজিব সমর্থিত নেতাকর্মীরা পেয়েছিলেন । আর সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন গ্রুপের ৪ জন ছিলেন ওই কমিটিতে । ওই কমিটি ঘোষণা হওয়ার পর কুমিল্লা নগরী দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।
টুটুল ও জালাল কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পর আজ (২২ জুলাই, ২০১৫) নতুন জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি