বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আশামনির বেপরোয়া জীবনই কি নিলয় হত্যার নেপথ্য কারণ ?


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৫

 

 

asha moni

ডেস্ক রিপোর্টঃ

ভিডিওটিতে আশা মনিকে বেশ প্রাণোচ্ছল লেগেছে। অট্ট হাসি হাসছেন, মদ পান করছেন, আর পুরুষদের গায়ের উপর গলে পড়ছেন। আড্ডায় যাদের চেহারা ছিলো তাতে ওখানে তিনজন পুরুষ আর তিনজন নারীকে দেখা গেছে। ভিডিওটি এখন ইউটিউব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। শতশত শেয়ার হচ্ছে ভিডিওটি। মদ পানের দৃশ্যে ধরা পড়েছেন সাজু এবং আশা মনি। এরা দু’জনই শাহবাগ মঞ্চের নেতা-নেত্রী বলে জানা গেছে। কে বা কারা ভিডিওটি ধারণ করেছে এবং কারা তা ইউটিউবে লোড করে দিয়েছেন তা জানা যায়নি। তবে যারা একাজ করেছেন তারাও যে এই আশা মনিদের খুব কাছেরই কেউ তাতে সন্দেহ নেই। এই আশা মনিই হলেন দুর্বৃত্তদের হাতে নিহত নিলাদ্রী চট্টপাধ্যায় নিলয়ের কথিত স্ত্রী।

এর আগে এই আশা মনিকে দেখা গেছে সাজু নামের অপর একজনের সাথে বেশ অন্তরঙ্গ। ভিডিওতে ধারণকৃত মদের আসরেও আশা মনিকে সাজুর সাথে বেশ অন্তরঙ্গ দেখা যায়। পুলিশ ও গোয়েন্দারা আশামনির এই বেপরোয়া জীবনের খোঁজ খবর নিচ্ছেন। তার এই বেপরোয়া জীবনের কারণেই কি নিলয়কে প্রাণ দিতে হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নিলয় কিভাবে এই আশা মনির সাথে জড়ালেন তা নিয়েও নানা প্রশ্ন। তার পরিবারের সদস্যরা স্পষ্টই বলে দিয়েছেন, আশা মনির সাথে নিলয়ের বিয়ের খবর তাদের জানা নেই। তারা একত্রে থাকতেন এমন কোনো তথ্যও তাদের কাছে নেই।

নিহত নিলয়, সাজু, আশা মনি-সবাই শাহবাগ মঞ্চের নেতানেত্রী। আশা মনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দপ্তর সম্পাদক। শাহবাগের আন্দোলনের সময় তাকে বেশ অগ্রভাগেই দেখা গেছে। তবে নিলয়কে অতোটা অগ্রভাগে দেখা যায়নি। আর নিলয় রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না।

তবে ওই দলের একটি সূত্র বলেছেন, আশা মনির সাথে তার সম্পর্ক হওয়ার পরে দু’একদিন তাকে দলীয় কার্যালয়ে দেখা গেছে। শাহবাগ আন্দোলনে আশা মনির সাথে আরো যাকে অগ্রভাবে ও অন্তরঙ্গভাবে দেখা গেছে তিনি হলেন সাজু নামের একজন। যিনি বাসদের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। যার নগ্ন বেশকিছু ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এক ভিডিওতে এই সাজু এবং আশা মনিকে দেখা গেছে মদের আড্ডায়। সেই আড্ডায় মোট ছয়জনকে দেখা গেছে। যাদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। এরমধ্যে সাজু এবং আশা মনিকে চেনা গেছে। বাকী চারজনকে চেনা যায়নি। তবে এরমধ্যে এক নারী ছিলেন যাকে দেখা গেছে আশামনিকে শাসন করতে। আশা মনি যখন মদের গ্লাস চাচ্ছিলেন তখন বেশ শাসিয়েছেন ওই নারী। আরেক নারীকে দেখা গেছে একটু দূরে বসে হাসছেন। সাজু ছাড়াও অপর এক পুরুষের সাথে আশা মনির হাসাহাসি এবং বেশ গলাগলি দেখা গেছে। অপর একটি নাম শোনা গেছে সুশীলা। তবে তিনি কে তা বোঝা যায়নি। এক পর্যায়ে আশা মনির নাম নিয়েও বেশ হাসি ঠাট্টা হয়। শাসনের শুরে যে নারী কথা বলছিলেন তিনি আশা মনিকে বাহা মনি বলে ডাকেন। এতে মৃদু ক্ষেপে গিয়ে আশা মনি তার নামের অর্থ বলতে শুরু করেন।

সাদা শার্ট পরিহিত এক মাঝ বয়সি ব্যক্তি আশা মনিকে নিরাস মনি বলে ডাকেন। এক পর্যায়ে ওই ব্যক্তি খাটে শুয়ে পড়লে আশা মনি তার বুকের উপর টিপতে শুরু করেন। এসময় শাসনকারী ওই নারীর কণ্ঠে শোনা যায় ‘দিস ইজ নট ফেয়ার’। এর খানিক পরেই এক পুরুষের কণ্ঠে শোনা যায় ‘আশা মনি ইউ ফিনিস দিস গ্লাস’। এক গ্লাস মদ নিয়ে খানিক কাড়াকাড়িও হয়। এক পর্যায়ে সাজু ওই গ্লাসটি নিয়ে খানিক খেয়ে আশা মনিকে দিলে আশা মনি তা নিমিষেই শেষ করে ফেলেন। এই সময়ে সাজুর হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট। আর আশা মনি তার বুকের উপর চিৎ হয়ে শুয়ে পড়ছেন।

এক পর্যায়ে আশা মনিকে বলতে শোনা যায় ‘আমার প্যান্টতো ভিজে গেলো এখন আমি কি করবো?’ তখন শাসনকারী ওই নারীকে তার কানে কানে কি যেন বলতে দেখা যায়। এর মাঝে মাঝ বয়সী ওই লোকটি তার খানিক সময় তার হাত ধরে রাখেন। তখন আশা মনি বলতে থাকেন বাজেবাজে কথা বলবেন না, আমি একদম পছন্দ করি না। এক পর্যায়ে ওই ব্যক্তি খাট ছেড়ে উঠে যান।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আশা মনির এই বিষয়গুলো এখন নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে। নিলয়ের সাথে অন্তরঙ্গ হওয়ার পরে এসব বাধা হয়ে দাঁড়ায়নিতো? যে কারণে নিলয়কে জীবন দিতে হয়েছে। যে বিষয়টিকে আড়াল করার জন্য নিলয়ের ব্লগে লেখালেখির উপর দায় চাপানো হচ্ছে? পুলিশ ওই সাজু সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে।

মদের আড্ডায় বাকী যারা ছিলেন তাদের সম্পর্কেও খুঁজছে গোয়েন্দারা।

এদিকে, নিলয়ের পরিবারের সদস্যরা স্পষ্টই বলে দিয়েছেন, আশামনির সাথে নিলয়ের বিয়ের কোন খবর তাদের কাছে নেই। তারা যে একত্রে বসবাস করতেন তাও পরিবারের জানা ছিলো না। এদিকে, নিলয় হত্যাকাণ্ডের পরে আশা মনি মিডিয়ার সামনে এলেও এখন তিনি গা ঢাকা দিয়েছেন। মিডিয়ার সাথে তিনি কথা বলতে নারাজ।

মামলার বাদী হলেও তিনি এখন এই হত্যাকাণ্ড নিয়ে কিছু বলছেন না। খুনীরা কিভাবে ওই বাড়িতে প্রবেশ করলেন এবং কিভাবে নিলয়ের ঘরে প্রবেশ করলেন তা নিয়েও যথেষ্ট বিভ্রাট রয়েছে।

আশা মনি দাবি করেছেন, দুর্বৃত্তরা বাসা ভাড়া নেয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে। প্রশ্ন জেগেছে বাসা ভাড়া দেয়ার চুক্তি হবে বাড়িওয়ালার সাথে সেখানে আশা মনি কেন?

এদিকে, আজ আশা মনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছিলেন। গোয়েন্দারা তার সাথে কথা বলেছেন। একটি সূত্র জানিয়েছে তিনি গোয়েন্দাদের নজরদারীতে আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি