বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইনুর মতো ‘খারাপ লোক’ মন্ত্রিসভায় কেন ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

85668-400x207

বিশেষ প্রতিবেদনঃ

হাসানুল হক ইনুর অনেক সমস্যা! কারণ তিনি মুজিব বাহিনীর রাজনৈতিক প্রশিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় যখন মনে হয় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, তখন শুধু আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এই মুজিব বাহিনী গঠন করা হয়। কারণ আওয়ামী লীগের লোকজনের মধ্যে বরাবর একটি বাম ভীতি ছিল যা এখনও আছে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থানের কারণে বামপন্থীরাও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতো আওয়ামী লীগকে!

মুক্তিযুদ্ধ অথবা সশস্ত্র বিপ্লব এসব মূলত বামপন্থীদের কাজ। মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটি যাতে বামপন্থীদের কব্জায় না যায় সে চিন্তা থেকেই মুজিব বাহিনী গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী না হওয়ায় অবশ্য মুজিব বাহিনীর আর দরকার পড়েনি। আজ আওয়ামী লীগের যত বড় বড় নেতা তারাও আর মুজিব বাহিনীর পরিচয় দেন না। পরিচয় দেন তিনি মুক্তিবাহিনীতে ছিলেন।

স্বাধীনতার পর জাসদ যখন গঠিত হয় তখন হাসানুল হক ইনু জাসদের কোনও বড়মাপের নেতা ছিলেন না। কাজী আরেফ আহমদ, আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম জিকু, খালেকুজ্জামান, আ ফ ম মাহবুবুল হক, আব্দুল্লাহ সরকার এরা ছিলেন ইনুর চেয়ে বড় নেতা। ইনু যেহেতু ছিলেন বুয়েট বেইজড, রাজনীতি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বেইজডরা নিয়ন্ত্রণ করতেন, তার তখন প্রথমসারির নেতা হবার সুযোগ ছিল না। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর ছিন্ন ভিন্ন হয়ে যায় জাসদ। খালেকুজ্জামান, আ ফ ম মাহবুবুল হকরা বাসদ গড়েন। এরশাদ আমলে আ স ম আব্দুর রব এরশাদের গৃহপালিত নেতা হয়ে যান। শাহজাহান সিরাজ আলাদা দল করে মিশে যান বিএনপির সঙ্গে। কাজী আরেফ, হাসানুল হক, শরীফ নূরুল আম্বিয়া এরা মিলে জাসদকে ধরে রাখেন এরশাদবিরোধী আন্দোলনে। এই জাসদ, খালেকুজ্জামান, আ ফ ম মাহবুবুল হকের দুই বাসদ, ওয়ার্কার্স পার্টি, নির্মল সেনের শ্রমিক কৃষক সমাজবাদী দল মিলে গঠিত পাঁচদলীয় জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন ৮ দল, বিএনপি নেতৃত্বাধীন ৭ দলের সঙ্গে ছিল এরশাদবিরোধী আন্দোলনে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আনোয়ার হোসেন মঞ্জু, আ স ম আব্দুর রবকে নেওয়া হয় মন্ত্রিসভায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে আব্দুর রব, মঞ্জু চলে যান যে যার পথে। ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনু এদের জাসদ যোগ দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে। আ ফ ম মাহবুবুল হকের বাসদ থেকে এই জাসদে আসেন মাইনুদ্দিন খান বাদল। বহুধাবিভক্ত জাসদের এখন এটিই মূলধারা। তবেও এটিও এখন একটি ক্ষয়িষ্ণু দল। এরশাদবিরোধী আন্দোলনের সময়ও জাসদের মুশতাক হোসেন ডাকসুর জিএস হয়েছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগ খুঁজতে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। ইনু জাসদের মতো সংগঠনগুলো আবার শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে শুরু থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং এখনও এ ইস্যুতে সমান সক্রিয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে মহাজোটের আন্দোলনে এরশাদের সঙ্গে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল (অব.) অলি আহমদ এরাও আওয়ামী লীগের নেতৃত্বে এসেছিল। আওয়ামী লীগের সঙ্গে আগে থেকে থাকা হাসানুল হক ইনুর পক্ষে এরশাদকে মেনে নেওয়া ছিল কঠিন। কারণ এরশাদের পতনের পর এরশাদের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখলের মামলাটি তিনিই করেছিলেন। কিন্তু ইনুর দল এখনও ছোট।

আওয়ামী লীগ এরশাদকে চায় বলে তিনি এর বিরোধিতা করতে পারেননি। ২০০৮ এর নির্বাচনের সময় আবার বদরুদ্দোজা চৌধুরী, অলি আহমদরা মহাজোটের সঙ্গে থাকেননি। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এরা আওয়ামী লীগের সঙ্গে থেকে এমপি হলেও খালেদা জিয়ার সঙ্গে চীন সফরে যাওয়া দীলিপ বড়ুয়াকে ১৪ দল থেকে মন্ত্রী করা হয়! এরপরও মেনন-ইনুরা সক্রিয় থাকেন মহাজোটে। ওই সময়ে একবার হাসানুল হক ইনু সিডনি আসেন। এক অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের নীতি নির্ধারণী খুঁটিনাটি তিনি এমন করে বোঝান যে অনুষ্ঠানের পর তাকে বলি, আপনি এত চমৎকারভাবে পুরো বিষয়টা বললেন যে আওয়ামী লীগের কোনও নেতা-মন্ত্রীকেও তা এভাবে বলতে শুনিনি। এ কথায় তিনি সরলভাবে হাসেন।

এরপর তথ্যমন্ত্রী হবার পর থেকে তিনি সরকারের পক্ষের একজন সক্রিয় ভোকাল। খালেদা জিয়ার রাজনীতি, মৌলবাদ-জঙ্গিবাদ এসবের বিরুদ্ধে এমন সরাসরি বলেন যে এসব তাদের গায়ে আগুন ধরায়। গত বিশ্বকাপের সময় সিডনি আসার পর এক বাসার আড্ডায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাকে বললাম- আমি যেখানে যাই সেখানে নিউজ খুঁজি। কিন্তু আপনার কাছে আর কী খুঁজবো। আপনিতো প্রত্যেকদিন সব বলে ফেলেন! এ কথায়ও সরল হাসি হাসেন হাসানুল হক ইনু। তার হাসিতে এমন একটি শিশুসুলভ সরলতা আছে। যদিও জাসদের কাজী আরেফপন্থীরা তাকে অন্যভাবে চিনতেন জানতেন।

খালেদা জিয়া, রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ এসবের বিরুদ্ধে সদা উচ্চকণ্ঠ হাসানুল হক ইনু তথা জাসদকে হঠাৎ প্রথমে আওয়ামী লীগের শেখ সেলিম, পরে মাহবুবুল আলম হানিফের আক্রমণে এখন বিএনপি-জামায়াত মহাখুশি। কারণ ইনু সারাদিন খালেদা জিয়া-রাজাকারদের বিরুদ্ধে বলেন। শেখ সেলিম আওয়ামী লীগে আজকের অবস্থানে এসেছেন আত্মীয়তার সূত্রে। একইভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পদ পেয়েছিলেন মাহবুবুল হানিফ। ১/১১’র ভূমিকার কারণে শেখ সেলিম আর মন্ত্রিসভায় স্থান পাননি। দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে বাদ পড়েন হানিফ। অথচ তারা আত্মীয়। আর মেনন-ইনুরা মন্ত্রী! এসব কত আর সহ্য হয় শেখ সেলিমের!

আমাকে সম্প্রতি একজন বলেছেন, কিছুদিন আগে শেখ সেলিমকে আবার মন্ত্রী করার কথা ভেবেছিলেন শেখ হাসিনা। কিন্তু পারিবারিক বাধার কারণে পারেননি। তার বেয়াই রাজাকার মুসা বিন শমসের বিতর্কিত ব্যবসায়ী। ভাগ্নে আন্দালিব রহমান পার্থ খালেদা জিয়ার হয়ে সারাক্ষণ শেখ হাসিনার মৃত্যু কামনা করেন! এসব কারণে পরিবার থেকে শেখ হাসিনাকে বাধা দেওয়া হয়। কুষ্টিয়া পলিটিক্সের মাহবুবুল আলম হানিফও হাসানুল হক ইনুর ওপর ক্ষিপ্ত। এর কারণে শেখ সেলিম বলেছেন বলে ইনু তথা ১৪ দলের এক সংগঠনের বিরুদ্ধে বক্তব্য রাখার সাহস অথবা উৎসাহ পেয়েছেন মাহবুবুল আলম হানিফ। এভাবে তারা কী অর্জন করেছেন বা করবেন তা আপাতত নিশ্চিত হওয়া না গেলেও একটা সত্য হচ্ছে তারা বিএনপি-জামায়াতকে খুশি করতে পেরেছেন!

কারণ এই ইনু প্রতিদিন খালেদা জিয়া, জামায়াতের বিরুদ্ধে বলে! তারা এই সুযোগে পেয়ে গেছে- ‘মওকা! মওকা! এই খুশিতে জানা গেল বিএনপির বাবু গয়েশ্বর চন্দ্র রায়ও এক সময় জাসদ নামের খারাপ দলটিতে ছিলেন! ইনুর পরেই জামায়াতের বিরুদ্ধে বেশি সক্রিয় কর্নেল তাহেরের ছোট ভাই অধ্যাপক আনোয়ার হোসেন। বাবু গয়েশ্বর তাই জামায়াতকে খুশি করতে বলে দিলেন ইনু-আনোয়ার হোসেনকে তিনি ১৯৭৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের দিনগুলোতে দেখেছেন! জামায়াত নিশ্চয়ই এতে অনেক খুশি। তা এখন আসাদুজ্জামান রিপন সাহেব কী বলবেন? রিপন আগে বলেছেন বঙ্গবন্ধু হত্যার পটভূমি করেছে জাসদ! বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখল করলো জিয়া তথা বিএনপি আর পটভূমি করলো জাসদ! এমন খারাপ একটি দলের গয়েশ্বর কেন তাদের বিএনপিতে? নাকি কেউ বিএনপিতে এলেই ভালো হয়ে যায়? সে শাহ আজিজুর রহমান, সাকা চৌধুরী যেই হোক না কেন!

মন্ত্রিত্ব না পেয়ে অথবা ক্ষমতা হারিয়ে এখন শেখ সেলিম বা মাহবুবুল আলম হানিফ হঠাৎ জাসদ তথা ইনুকে যাই গালমন্দ করুন না কেন এতে করে শাসক দল-জোটের অভ্যন্তরীণ ‘কাইজ্যা’’ প্রকাশ হয়ে পড়েছে। প্রকারান্তরে এই দু’জন কিন্তু চ্যালেঞ্জ করেছেন তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বকেও। কারণ শেখ হাসিনাই এদের নিয়ে ১৪ দল গঠন করেছেন, এদেরকে স্থান দিয়েছেন মন্ত্রিসভাতে। কাজেই শেখ হাসিনা যদি এই ‘কাইজ্যাটি’ না চান তাহলে এ নিয়ে তাকেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ‘কাইজ্যা’ না চাইলে তাকে এদের থামাতে হবে। আর ‘কাইজ্যা’ উপভোগ করলে ১৪ দল ভেঙে দিয়ে ইনুকে বের করে দিতে হবে মন্ত্রিসভা থেকে। ১৪ দল যদি আওয়ামী লীগের আর দরকারি মনে না হয় তাহলে এটা তারা করতে পারেন। দরকারি মনে হলে ‘কাইজ্যাটি’ থামাতে হবে দ্রুত। কারণ শাসক দল-জোটের কাইজ্যার প্রভাব পড়বে আওয়ামী লীগের রাজনীতি-প্রশাসনে। যা তাদের রাজনৈতিক লক্ষ্যের জন্যে ক্ষতিকর। দেশের জন্যেও। বাংলা ট্রিবিউন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি