শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নেসলে নিউট্রিশন ইন্সটিটিউটের আয়োজনে পুষ্টি বিজ্ঞান মেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

নেসলে  নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) দেশজুড়ে আয়োজন করছে পুষ্টি বিজ্ঞান মেলা। শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১ হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে তদ্সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যই এ মেলার আয়োজন করছে এনএনআই।
দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে অতি সম্প্রতি কুমিল্লার কিউ প্যালেসে সারা দিনব্যাপী এ পুষ্টি বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয়। ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: জহিরুল হক মেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা: এম এ সাত্তার ও ডা: শহিদুল ইসলাম রিপন এবং মডার্ন হাসপাতালের কনসালট্যান্ট ডা: জাকির হোসেন। এদিন মেলায় ১৮০ জন নার্স অংশগ্রহণ করেন।
শিশু জন্মের সময় ও পরবর্তী কিছুদিন নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। অনুষ্ঠিত এ মেলায় গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়।
নেসলে দেশজুড়ে ১৬ দিনব্যাপী এ পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করেছে। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর, বরিশাল, খুলনা ও যশোরে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে যথাক্রমে এ মাসের ২৭, ২৯ এবং আগামী মাসের ১ ও ৩ তারিখে অনুষ্ঠিত হবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে প্রায় ২ হাজার ৭শ’ নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি