শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গ্রামীণফোনের ত্রাণ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

image-13b9bb11e4f1bd6308c8bb2edb1343c580b579eb08f2ac68e1128ce121e98c9c-V

ডেস্ক রিপোর্টঃ
গ্রামীণফোন লিঃ সম্প্রতি চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং লক্ষীপুর জেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।
গ্রামীণফোনের কর্মীরা এসব জেলার বিভিন্ন উপজেলায় ১১০০ ও বেশী বন্যার্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন। এসব জেলার হাতিয়া, চৌমোহনী, কোম্পানীগঞ্জ, লক্ষীপুর, চকোরিয়া, টেকনাফ, সাতকানিয়া, পটিয়া এবং কক্সবাজার প্রভৃতি স্থানে ত্রাণ বিতরণ করা হয়।
গ্রামীণফোন সব সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। প্রতিবছরই গ্রামীণফোন এ ধরণের কার্যক্রম চালিয়ে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি