শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


স্ত্রী বাছাই উৎসবে নিহত ৬৫ তরুণী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৫

suajiland

ডেস্ক রিপোর্টঃ

আফ্রিকার সোয়াজিল্যান্ডে রাজার জন্য বাৎসরিক স্ত্রী বাছাই ও নাচ উৎসবে অংশ নিতে গিয়ে নিহত হয়েছে ৬৫ জন তরুণী। দেশটির রাজা কর্তৃক আয়োজিত এ উৎসবে যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তরুণীরা।

আফ্রিকার ছোট্ট এই দেশটির রাজা প্রতিবছর তরুণীদের নাচের উৎসব থেকে স্ত্রী বাছাই করে থাকেন। দুর্ঘটনার শিকার হওয়া নারীরা রাজার স্ত্রী হওয়ার স্বপ্নেই অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে সড়ক দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে।

প্রতি বছর এই নাচের উৎসবে অংশ নেয় ৪০ হাজার তরুণী। অংশ নেয়া তরুণীরা সবাই থাকেন টপলেস ও স্বল্পবসনা। এদের বয়স হয়ে থাকে ১২ থেকে ২৫। দেশটির শাহী মহলের সামনে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ উৎসব। তরুণীদের মধ্যে যাকে পছন্দ হয় তাকেই স্ত্রী বানান দেশটির রাজা তৃতীয় মাসুয়াতি। বর্তমানে এই রাজার ১২ জন স্ত্রী রয়েছে।

দেশটির নাচের এ উৎসব নিয়ে বেশ সমালোচনা রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অধুনিক যুগে এধরনের প্রাচীন প্রথা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তবে এসব তোয়াক্কা না করে প্রতিবছর দেশটিতে স্ত্রী বাছাইয়ের এমন উৎসব চলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি