সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খাস জমিতে সিটি মার্কেট, ২৬ দিনেও উচ্ছেদ নির্দেশ কার্যকর হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০১৫

Copy of DSC_3798

ইমতিয়াজ আহমেদ জিতু ||
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে সরকারি জমি দখল করে সড়কের ওপর নির্মাণাধীন ছয় তলা বিশিষ্ট সিটি মার্কেটটি সরিয়ে নেওয়ার জন্য সিটি করপোরেশনকে ৭ দিন সময় বেঁধে দেওয়ার পর ২৬ দিন অতিবাহিত হয়ে গেলেও মার্কেটটি এখনো অপসারিত হয়নি।

চলতি বছরের ২৩ আগস্ট আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শামীম হোসেন মার্কেটটি উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদকে একটি চিঠি দেন। কিন্তু সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ভবনটি এখনো সরিয়ে নেওয়া হয়নি। সহকারী কমিশনারের চিঠিতে বলা হয়েছিল নির্ধারিত ৭ দিনের মধ্যে মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে ভূমির দখল ছেড়ে দেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুসিক কর্তৃপক্ষ জানান, ২০১৩ সালের ১৮ আগস্ট কুমিল্লা নগরীর কান্দিরপাড় সড়কে কর্তৃপক্ষ ‘সিটি করপোরেশন মার্কেট’ নির্মাণের অনুমোদন দেন। জামান অ্যান্ড কোম্পানি ও ইসলাম ট্রেডিং করপোরেশন ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৭২৫ টাকা ব্যয়ে ওই মার্কেট নির্মাণের কাজ পায় ।

১৮টি গাঁথুনির ওপর ওই মার্কেট নির্মিত হচ্ছে। নির্মাণাধীন ভবনটির দোতলার বারান্দা সড়কের ওপর এসে গেছে। বর্তমানে নিরাপত্তাহীনভাবেই ওই পথে পথচারী ও যাত্রীরা চলাচল করছেন। ইতিমধ্যে ওই ভবনের এক অংশের ষষ্ঠ তলার কাজ এবং অপর অংশের তৃতীয় তলার কাজ প্রায় শেষ। কান্দিরপাড়-জিলাস্কুল সড়কের পশ্চিম পার্শ্বে সিটি মার্কেট ও অপর পাশে নিউ মার্কেট হওয়ায় রাস্তাটি হয়ে গেছে সরু। সব মিলিয়ে এ রাস্তাটি সিটির গলার ফাসেঁ পরিণত হয়েছে। নিয়মিত হচ্ছে যানজট।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘গত ২৩ আগস্ট আমরা চিঠি পেয়েছি। আমাদের পরিষদে এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এখনো এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

এদিকে উচ্ছেদের নিদের্শ দেওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। বর্তমান ভূমি কমিশনার রূপালী মন্ডলের মুঠোফোনে কল করে মুঠোফোন সংযোগে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি