মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তিতাসে যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা, একজন গুলিবিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৫

image_118163_0

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর এলাকার যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে আ’লীগের একাংশের নেতাকর্মীরা । এ ঘটনায় যুবলীগ কর্মী তৌফিক পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় ৭/৮ রাউন্ড গুলিবষর্ণের ঘটনা ঘটে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ নেতা মাসুমের বাড়িতে তার পরিবারের খোঁজ-খবর ও কবর জিয়ারতের জন্য যাই। এ সময় খবর পেয়ে খুনি সোহেল সিকদার বাহিনী আমাদের উপর হামলা করে। এ সময় তারা ৭/৮ রাউন্ড গুলিবর্ষণ করে। তৌফিক নামের আমাদের এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ এসে আমাদের রক্ষা করেছেন।

তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শুভ জানান, যুবলীগ নেতাকর্মীরা নিহত মাসুমের বাড়িতে যাওয়ার খবর পেয়ে মাসুম হত্যা মামলার আসামি ইয়াছিন ভূইয়া ও সোহেল সিকদার গ্রুপের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় দু গ্রুপে সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সূত্রে গুলিবর্ষণ হওয়ার ঘটনা শুনেছি।

১৪ মে রাতে তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় আ’লীগের একটি অংশের হামলা ও গুলিবর্ষণে যুবলীগ নেতা মাসুম নিহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফরহাদ ফকির বাদি হয়ে উপজেলা আ’লীগ নেতা আমিনুল ইসলাম ভূইয়া ওরফে ইয়াছিন ভূইয়াকে হুকুমের আসামি করে উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদারকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি