সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » সারাদেশে কাজ বন্ধ রেখে কোন মন্ত্রীকে প্রকৌটল দেয়ার প্রয়োজন নেই-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী


সারাদেশে কাজ বন্ধ রেখে কোন মন্ত্রীকে প্রকৌটল দেয়ার প্রয়োজন নেই-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৫

12048812_10206500142135808_873945229_n

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সারাদেশে কাজ বন্ধ রেখে কোন মন্ত্রীকে প্রকৌটল দেয়ার প্রয়োজন নেই । বিশেষ করে আমাকে প্রকৌটল দেয়ার প্রয়োজন নেই। আমি আর প্রকৌটল নেব না। আজ কোন পুলিশ বা পুলিশ কন্ট্রোল রুমকে আমার পরিদর্শনের কথা জানাই নি। আমার ভাগ্যে যা আছে তা মেনে নিয়েই আমি রাস্তায় নেমেছি।

মন্ত্রী শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি আজ পতাকা বিহীন গাড়ী ও প্রকৌটল ছাড়াই মহাসড়কের ফোরলেনের কাজ পরিদর্শনে আসেন।

মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ঈদের দিন বেলা ৩ টা থেকে প্রকৌশলীদের মহাসড়কে থাকার নির্দেশনা থাকলেও মেঘনা থেকে কুমিল্লা পর্যন্ত অংশে আজ কোন প্রকৌশলীকে দেখিনি। অথচ মন্ত্রী আসার কথা শুনলে তারা ইট-সুরকি নিয়ে মহাসড়কে ব্যস্ত থাকে। মন্ত্রী হুশিয়ারী দিয়ে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সমাপ্ত না করতে পারলে সংশ্লিষ্ট দেশী ও বিদেশী ঠিকাদারদের বিরুদ্ধে শা্িস্তমুলক ব্যাবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবার যানজটের মূল কারন হল, রেলওয়ে না থাকায় ওই সড়কের এলেঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মানের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ওভারপাস স্থাপন করা হলে এ যানজট আর থাকবে না।

মন্ত্রী আরো বলেন, এবার মহাসড়কে তেমন দুর্ঘটনা ঘটেনি। যে সকল দুর্ঘটনা ঘটেছে তা সিএনজি অটোরিক্সার কারনে। ঈদের আগে ও পরে ত্রি হুইলার দুর্ঘটনায় ১০ জনের জনের মতো মারা গেছেন যা অন্যান্য সময়ের তুলনায় যত সামান্য। মহাসড়কের পাশে এবার পশুর হাট নিয়ন্ত্রন করা হয়েছে ৯০ ভাগ। স্থানীয় জন প্রতিনিধিদের হস্তক্ষেপ না থাকলে তা শতভাগ করা যেত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি