বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অভিনন্দন, ‘দ্য লেডি’ অং সান সুকি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

suchi

 

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে: সিকি শতাব্দীর বঞ্চনা ও গৃহবন্দিত্বের অবসান ঘটিয়ে শেষটায় শান্তিতে নোবেলজয়ী মায়ানমারের অবিসংবাদিত গণতন্ত্রকামী নেত্রী অং সান সুকি তার জনগণের দুর্ণিবার আকাঙ্খাটি পূরণে সক্ষম হয়েছেন। এখন সেই জয়ধ্বনিই চর্তুদিকে ছড়িয়ে পড়েছে। এমন আভাসই ছিল সকলের মুখে মুখে। ভোট গ্রহণের দিনে গত রোববার সুকির বয়সী চায়ের দোকারদার সত্তরোর্ধ্ব খিন থিয়েন মিডিয়াকে বলেছিল- ‘অফ কোর্স, এভ্রিওয়ান উইল চুস এনএলডি। উই ডোন্ট হ্যাভ ডেমোক্রেসি নাও। বাট উই উইল’। অর্থাৎ অবশ্যই প্রত্যেকে এনএলডি-কে ভোট দেবে। এখন আমাদের গণতন্ত্র নেই। তবে হবে।

এই ‘তবে হবে’ কথার মমার্থ ছিল- ২৫ বছর আগে অং সান সুকির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, সংক্ষেপে এনএলডি যে ভূমিধস বিজয় পায়, তা সামরিকজান্তা বাস্তবায়ন হতে দেয়নি; কিন্তু এবার আর নয়, জয় আমাদের হবেই। সত্যিই তাই-ই হয়েছে। সোমবার জাতীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার তাদের সংবাদ শিরোনাম করেছিল- ‘ডন অব এ নিউ এ্যারা’ অর্থাৎ নতুন যুগের উদয় এবং বলেছিল- ৩ কোটি ভোটারের ৭০ শতাংশ ভোট দিয়েছে এবং ৯১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

একইভাবে এনএলডি’র জনৈক মুখপাত্র হ্যান থা মিন্থ বলেছিলেন- আমরা জয়ী হতে যাচ্ছি, তবে নিশ্চিত করে বলা কঠিন আদৌ পার্লামেন্টে আমরা দুই-তৃতীয়াংশ আসন অর্জন করতে যাচ্ছি কিনা।

এমন উত্তেজনা ও শঙ্কার দোলাচলে সেই ফলাফল স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় ঘোষনার কথা থাকলেও অজানা কারণে সন্ধ্যা ৬টা নাগাদ পিছিয়ে যায়। তারপরও রাত ৮টা নাগাদ নির্বাচন কমিশন ঘোষিত পার্লামেন্টের উচ্চ ও নি¤œ কক্ষের সর্বমোট ৪৯৮ আসন থেকে সুকির দল পর্যায়ক্রমিক ৩৬টির মাঝে ৩৫টিই ছিনিয়ে নেয়। তাতে সামরিকজান্তা প্রেসিডেন্ট থেইন সেইন পরিচালিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা ইউএসডিপি অবশিষ্ট আসনটি পায়। সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়ার মূল্যায়ণে সুকির দলেরই ‘ডিসাইসিভ ভিক্টরি’ বা নিরঙ্কুশ বিজয়ের আভাস দিয়েছে। একইভাবে সুকির দল থেকেও প্রয়োজনীয় ৬৭ শতাংশ ভোটের পরিবর্তে ৮০ শতাংশ ভোট প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

প্রায় ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষকের উপস্থিতিতে এই নির্বাচনে বিশেষ করে তাদের মাঝে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের দৌহিত্র জেসন কার্টারসহ ইউরোপিয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ। তাদের প্রাথমিক ভাষ্যে নির্বাচনের স্বচ্ছতায় তেমন লক্ষণীয় ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। যদিও ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ৩ কোটি বৈধ ভোটার অংশ নিলেও ৪০ লাখ প্রবাসী অংশগ্রহণ করতে পারেননি, এমনকি ১০ লাখ রোহিঙ্গা মুসলিমও বঞ্ছিত হয়েছেন। পাশাপাশি সংঘাতময় কাচিন ও শান প্রদেশসহ প্রায় ৬০০ গ্রামে ভোট আয়োজনের সুবিধা প্রদান করা যায়নি। তা সত্বেও ষাটের পরবর্তী পাঁচ দশক ধরে চলে আসা লাগাতার সামরিকজান্তার কুক্ষিগত ক্ষমতার নিষ্পেষণ থেকে জনগণ পরিত্রাণ পেয়েছে। আর সেই পরিত্রাণের বিমূর্ত ত্রাতা হয়েছেন ‘দ্য লেডি’ খ্যাত অং সান সুকি। তাকে জানাই প্রানঢালা অভিনন্দন!

ই-মেইল: [email protected]



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি