আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে সন্ত্রাসী হামলার পর বাড়তি নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্রান্স দেশব্যাপী জরুরী অবস্থার মেয়াদ ১২ দিন থেকে বাড়িয়ে তিন মাস করেছে। এই জরুরী অবস্থার আওতায় সারাদেশে চলমান পুলিশি অভিযানের অংশ হিসাবে দেশটি ১৬০টির মতো মসজিদ বন্ধ করে দিতে পারে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনিউভ বুধবার সাংবাদিকদের বলেন, গত দুই সপ্তাহের জরুরী অবস্থার মেয়াদে তিনটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। কোন উপাসনালয়ের বিরুদ্ধে ফ্রান্সের এধরণের ব্যবস্থা গ্রহণ এটিই প্রথম।
মন্ত্রী জানান, পুলিশ বুধবার প্যারিসের পূর্বাঞ্চলে একটি চরমভাবাপন্ন মসজিদ বন্ধ করে দিয়েছে এবং একটি রিভলভারের মালিককে আটক করেছে। এসময় মসজিদ ও আশেপাশের চত্বর থেকে জেহাদি নথিপত্র পাওয়া গেছে বলে জানান তিনি। এ নিয়ে প্যারিসে নয় জনকে গৃহবন্দী এবং ২২ জনকে দেশত্যাগ না করতে বলা হলো।
এএফপির খবরে বলা হয়, মসজিদের পরিচালনাকারী ইমাম মোহাম্মদ হাম্মাউমীর সম্পদ গত এপ্রিল মাসে বাজেয়াপ্ত করা হয়। গত সপ্তাহে বন্ধ করে দেয়া অন্য দুটি মসজিদের অবস্থান হলো প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের জেনেভিরিয়ার্স এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওন শহরে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রান্স এপর্যন্ত ২হাজার ২৩৫টি বাড়ি ও ভবনে অভিযান চালিয়েছে, ২৩২ জনকে হেফাজতে নিয়েছে এবং ৩৩৪টি অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৩৪ টি অস্ত্র যুদ্ধে ব্যবহারযোগ্য।
আঞ্চলিক ও স্থানীয় মসজিদে ইমামদের নিয়োগদান এবং ইমাম ও কারা কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী ইমাম হাসান আল আলাউই বুধবার আল-জাজিরাকে বলেন, সরকারি হিসাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অবৈধভাবে পরিচালিত অথবা চরমপন্থী বক্তব্য প্রচার করা হয় এমন এক’শ থেকে ১৬০টির মত মসজিদ বন্ধ করে দেয়া হতে পারে।
উল্লেখ্য, ফ্রান্সে ২৬০০ মসজিদ রয়েছে। আল জাজিরা