ফেসবুক কর্তৃপক্ষের দুই কর্মকর্তার সঙ্গে তিন মন্ত্রীর বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এই বৈঠকে আপাতত ফেসবুক ব্যবহারকারীদের জন্য কোন সুখবর নেই।
আশার কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই বৈঠকের পর্যালোচনার পর ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ খুব শিগগির ফেসবুক খুলে দেয়া হতে পারে, যদি সরকারের পর্যালোচনা দ্রুত শেষ হয়। ফেসবুকের দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার বিক্রম লাং এবং ল’ অ্যানফোর্সমেন্ট স্পেশালিস্ট দিপালী লিবারহেন- এর সঙ্গে বৈঠকে সরকারের তরফ থেকে ফেসবুক ব্যবহার করে প্রপাগা-া ও রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন নিরাপত্তা হুমকির অপচেষ্টা যে চলছে সে সম্পর্কে অবহিত করা হয়। এখন সরকারের যে তিন মন্ত্রী এ বৈঠকে উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে ফেসবুকের কাছে চাওয়া ও এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কতটা রাজি বা আশ্বাস দিয়েছেন তাই পর্যালোচনা চলবে।
রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় যাতে ফেসবুকের দুই প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পুলিশ ও র্যাবের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার পর এই আলোচনা হল। ওদিকে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। কারণ তাদের কাছে ফেসবুক ব্যবহার দৈনন্দিন কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। যারা ইকর্মাস করছেন তাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে ফেসবুক একাউন্ট। এবং ফেসবুক বন্ধ হওয়ায় তাদের ব্যবসা লাটে উঠেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম ছিলেন। এর আগে বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে ফেসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে। তাদের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সার্বিক বিষয়ে ফেসবুকের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু এ বৈঠকের পর তেমন কোনো চুক্তি হয়েছে কি না সে সম্পর্কে জানানো হয়নি। বলা হয়েছে বৈঠক ফলপ্রসূ হয়েছে।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন। যাদের মধ্যে সরকারের মন্ত্রী ও আমলারাও রযেছেন।