শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “বিশ্ব মানবাধিকার গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৫” পেলেন সাংবাদিক এইচ এম মহিউদ্দিন


মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “বিশ্ব মানবাধিকার গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৫” পেলেন সাংবাদিক এইচ এম মহিউদ্দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৫

pic 1
স্টাফ রিপোর্টার ॥
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে “ বিশ্ব মানবাধিকার গোল্ডেন এ্যাওয়ার্ড” পেলেন সাংবাদিক এইচ এম মহি উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব’র সামনে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালী শেষে শাহবাগ কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়নে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র পক্ষ তাকে এই গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র চেয়ারম্যান, এড. মোহাম্মদ সাইদুল হক সাইদে’র  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী শামসুর রহমান এমপি। এছাড়া সাংবাদিক এইচ এম মহিউদ্দিনকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র কেন্দ্রিয় কমিটির সদস্য হিসেবে পরিচয় পত্র ও সার্টিফিকেট প্রদান করা হয়।

তিনি বর্তমানে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাশা পত্রিকার সিনিয়র ডেস্ক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, ইয়ূথ জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ১ সেপ্টেম্বর ১৫ ইং “টিভি নিউজ রিপোর্টিং” এ সফল কোর্স সম্পন্নকারী হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) থেকে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক অর্জন করেন। তার এই সাংবাদিকতায় আরো সমৃদ্ধি অর্জনের জন্য সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি