শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

ডেস্ক রিপোর্টঃ

প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার রাজধানীর বক্সীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্পিকার এ কথা বলেন। এ সময়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রফেসর অ্যামেরিটাস ড. আনিসুজ্জামান, হাজী মো. সেলিম এমপি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এবং একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, নিজের মেধা ও মননকে পরিশীলিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত হতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয় বরং যথাযথ আদর্শ ও মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়া শিক্ষা জীবন শেষে কর্মক্ষেত্রেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

শিরীন শারমিন বলেন, নবকুমার ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা গণ-অভ্যুত্থান ও মহান স্বাধীনতা আন্দোলনে গৌরবজনক ভূমিকা রেখেছে। সেই দৃষ্টান্ত অনুসরণ করে সকল ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, নবকুমার ইন্সটিটিউশন ঐতিহ্য ও সুনাম ধারণ করে দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সেই সুনামকে ধরে রাখতে ছাত্র শিক্ষকসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি