রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে গ্রাহকদের সাড়া কম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

sim-picture
ডেস্ক রিপোর্টঃ

ভুয়া পরিচয়ে সিম ব্যবহার ঠেকাতে গ্রাহকের তথ্য যাচাই বাছাই ও সিম পুন:নিবন্ধনের উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তারই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম।

সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন কাস্টমার সার্ভিস সেন্টার এবং এজেন্ট পয়েন্টে প্রথম দিন গ্রাহকদের উপস্থিতি ছিল একেবারে কম। আগামী বছরের ২৬ এপ্রিল ২০১৬ পর্যন্ত সুযোগ থাকায় শুরুতে সেরকম সাড়া মিলেনি। এই পদ্ধতিতে নতুন সিম যারা কিনবেন তারা ছাড়াও পুরনো সিম ব্যবহারকারিদেরকে ও সিম পুন:নিবন্ধন করতে হবে। বর্তমানে বাংলাদেশে টেলিটকসহ যে ছয়টি মোবাইল অপারেটর রয়েছে তার প্রতিটি কাস্টমার সার্ভিস সেন্টার ছাড়াও বিভিন্ন এজেন্ট পয়েন্ট থেকে পাওয়া যাবে এই সেবা।

এ বিষয়ে গ্রাহকদের উদ্দেশ্যে গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার এম. এম. সাইদুর রহমান বলেন, নিবন্ধনের জন্য গ্রাহকদের যা আনতে হবে: এক কপি ছবি, ভোটার আই ডির ফটোকপি ও রানিং সিমটি নিয়ে আসতে হবে।

বাংলালিংকের কাসস্টমার কেয়ার প্রতিনিধি রনদা প্রসাদ সরকার বলেন, শুধু মাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে সব তথ্য যাচাই বা ভেরিফিকেশন করতে পারবে আর যদি কেউ পার্সপোট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে তথ্য ভেরিফিকেশন করলে তাহলে ছয় মাস পর তা স্বয়ংক্রিয়ভাবে সিম বন্ধ হয়ে যাবে।

এজেন্ট পয়েন্টের একজন এজেন্ট বলেন, আগে দীর্ঘ মেয়াদী সময় লাগতো এখন সাথে সাথে সিম চালু হয়ে যাবে। এটা সফল হলে বিশ্বাস যে আমাদের দেশে ভুয়া সিম ব্যবহার করে যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করেন তাদের চিহ্নিত করা সহজ হবে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে মোবাইলফোন গ্রাহককের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেছে। আর এসব গ্রাহকদের আগামী ২৬ এপ্রিল মধ্যে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্ব-শরীরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হবে। যুক্তিসঙ্গত কারণে যারা জাতীয় পরিচয় পত্র দেখাতে পারবেন না তাদের সিম নিবন্ধন করা হবে না। ছয় মাস পর অটোমেটিকভাবে তাদের সিম বন্ধ হয়ে যাবে।

এমতাবস্থায় কিছুটা বিপাকে মোবাইল ফোন ব্যবসায়িরা বিষয়টি সাধুবাধ জানালেও অসংখ্য সিম তাদের কাছে মজুদ থাকায় সংশ্লিষ্টকতৃপক্ষের সু-দৃষ্টি প্রত্যাশা তাদের।

কয়েকজন মোবাইল সিম বিক্রয়কারী বলেন, আগের সিম নেওয়া হতো সহজভাবে। এখন ঝামেলা করছে আমাদের কাছে মেশিন নেই। মেশিনটা যদি দেওয়া হয় তাহলে আমরা সবাই সিম ব্যবসায়িরা কম বেশি সিম বিক্রি করতে পারবো। কিছু সিম বিক্রি করা যাবে।

সারাদেশে ৮১ হাজার বায়োমেট্রিকস ডিভাইসের মাধ্যমে সিম নিবন্ধন করা হবে এছাড়া সিম নিবন্ধন ছাড়া হ্যান্ডসেট ও নিবন্ধের আওতায় আনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি