শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নকিয়া ১১০০ আসছে ৪ জিবি র‌্যামে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৫

2015_12_17_17_20_18_Bk0J47Y9ROXAojdL8Z0ZePSC1LiLeU_original-500x281

ডেস্ক রিপোর্ট :

নকিয়ার লিজেন্ডারি ফোন ১১০০ অ্যানড্রয়েডের হাত ধরে ফিরে আসছে। ফোনটির মডেল নম্বর একই থাকছে। অথাৎ ফোনটি নকিয়া ১১০০ নামেই পাওয়া যাবে। নকিয়া ১১০০ ছিল ফিচার ফোন। কিন্তু স্মার্টফোন হিসেবে আসা এই ফোনটির কনফিগারেশন হবে দুর্দান্ত। এটি অ্যানড্রয়েড মার্সম্যালোতে পাওয়া যাবে।

নকিয়া ১১০০ ফিচার ফোনটি ২০০৩ সাল ফোনটি প্রথম বাজারে আসে। ফোনটির আকর্ষণীয় ডিজাইন আর ফিচারের কারণে গ্রাহকদের মুঠোয় মুঠোয় শোভা পায় নকিয়া ১১০০।

নকিয়া ১১০০ এর সঙ্গে ডিজাইনগত মিল রেখে অ্যানড্রয়েড ভার্সনে আসছে এটি। ফিচার ফোনের বদলে স্মার্টফোন। মডেল ঠিকই থাকছে। মানে নাম ও ডিজাইন। কিন্তু ভেতরে সবই নতুন। এতে ক্যামেরা টাচ স্ক্রিনসহ স্মার্টফোনে যা থাকে সবই থাকবে। নকিয়া ১১০০ মডেলের সঙ্গে সাদৃশ্য রেখে এতে টর্চ লাইট ও রাখা হবে।

ফোনটির ডিসপ্লে হবে ফুল কোয়াড এইচডি। এতে থাকছে ৪ জিবি র‌্যাম। ফোনটিতে থাকছে মিডিয়াটেকের প্রসেসর। গুজব বলছে এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরও থাকতে পারে।

ফোনটির ব্যাটারি হবে ৪ হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

২০১৬ সালে ফোনটি বাজার ছাড়ার পরিকল্পনা নিয়েছে নকিয়া করপোরেশন। মাইক্রোসফটের সঙ্গে ২০১৬ সালে তাদের চুক্তি শেষ হবে। তখন থেকেই বাজারে পাওয়া যাবে নকিয়া ১১০০ মডেলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি