বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মানব উন্নয়নে পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৫

2015_12_20_15_48_23_LiS0B7rw5eqBfJ2TSSu7gB0AT9EtgX_original
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৪২তম। ২০১৪ সালেও এই অবস্থানে ছিল বাংলাদেশ। বাংলাদেশ এ ক্ষেত্রে নেপাল ও পাকিস্তানের আগে অবস্থান করছে।

রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ইউএনডিপি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৫ প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা যায়, নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৪৭তম। এই সূচকে পাকিস্তান প্রতিনিয়তই খারাপ করছে। তবে ভারতের অবস্থান বেড়ে ১৩০তম হয়েছে। যেখানে গত বছর ভারত ও পাকিস্তানের অবস্থান ছিল যথাক্রমে ১৩৫ ও ১৪৬তম।

এ সময় মেজবাহ উদ্দীন বলেন, ‘মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের একটি বড় অর্জন জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির হচ্ছে দেশে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নানা ক্ষেত্রের উন্নয়নে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। ভবিষ্যতে মানব উন্নয়নে আমরা আরো ভালো অবস্থানে যাবো।’

তিনি বলেন, ‘আমদানি, রপ্তানি ও রেমিটেন্স জিডিপি প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকের অধিকার বর্তমানে বাস্তবায়ন হচ্ছে। অতি দারিদ্রতা নিরসনেও বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল।’

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত দুই দশক ধরে বাংলাদেশ সার্বিক নানা খাতে প্রতি বছর ১ দশমিক ৫৫ শতাংশ হারে উন্নতি করছে।

প্রতিবেদনের প্রধান রচয়িতা সেলিম জাহান বলেন, ‘মানুষের মৌলিক চাহিদাসহ সার্বিক গুরুত্বপূর্ণ খাতের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করে ইউএনডিপি। আমাদের উন্নয়নের অগ্রগতি অনেক ভালো। তবে দরিদ্র নেই, কর্মসংস্থানের অভাব নেই, তা কিন্তু নয়। তবে জাতি হিসেবে আমাদের অনেক উদ্ভাবনী আছে। এ কারণে আমরা এগিয়ে যেতে পারি।’

তিনি বলেন, ‘আমরা যদি সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারি, তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবো। তবে এর উপরে যদি একেবারেই নির্ভরশীল হয়ে পড়ি তাহলে প্রযুক্তি আমাদের জন্য ক্ষতিকর হয়ে
দাঁড়াবে।’

অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটা নির্ভর করে তৈরি পোশাক রপ্তানি, দক্ষ শ্রমিক রপ্তানি ও ক্ষুদ্র উদ্যোক্তা সম্প্রসারণের উপর। মানব উন্নয়ন সূচকে আরো উন্নতি করতে আমাদের নতুন নতুন কর্মসংস্থান ও দক্ষতা বাড়াতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি