শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিক আরঙ্গজীব সজীব নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৫

sojeeb1
ডেস্ক রিপোর্টঃ

ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছে এমভি তাকওয়া নামক একটি লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন আরঙ্গজীব সজীব নামে এক সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি। তার খোঁজে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সজীব গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি তাকওয়া নামক লঞ্চে চাঁদপুরে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি তার মোবাইল ফোন, পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স লঞ্চে রেখে যান। তার আইডি কার্ড দেখে জানা যায় তিনি সাংবাদিক।

গোয়েন্দা রিপোর্ট নামে একটি পত্রিকার আইডি কার্ডও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওই পুলিশ সদস্য জানান, বেলা সোয়া একটার দিকে ওই লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছে। সজীবের মানিব্যাগ সঙ্গে থাকা কাগজপত্র ও দুটি মোবাইল পুলিশের কাছে হস্তান্তর করেছে লঞ্চ কর্তৃপক্ষ।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সাংবাদিক সজীবের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তিনি এক ছেলে ও স্ত্রীসহ ঢাকার লালবাগে থাকতেন। তবে তিনি কী কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন এ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি