সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি ওলামা লীগের


পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি ওলামা লীগের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

Dhaka-Photo-hindus-400x214
  ডেস্ক রিপোর্ট :

সব হিন্দু সংগঠন নিষিদ্ধ দাবির পর এবার পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার ওলামা লীগ একাংশের আয়োজনে ‘প্রচলিত শিক্ষানীতি বাতিলসহ ১০ দফা দাবিতে’ এক মানববন্ধন ও সমাবেশে এসব দাবি করেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বোখারী।

তিনি বর্তমান পাঠ্যপুস্তকে কট্টর ইসলাম বিরোধী হিন্দু ও নাস্তিক লেখকদের লেখাকে নিরঙ্কুশ প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন,সরকারের নতুন শিক্ষানীতিতে চারুকলার নামে নৃত্য-যাত্রা-সিনেমা-হিন্দুদের ব্রতচারী শিক্ষা চালু করা হয়েছে। যার দ্বারা কোমলমতি শিক্ষার্থীদের অশ্লীলতা ও বেহায়াপনায় ঠেলে দেওয়া হচ্ছে।

একই সঙ্গে প্রচলিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি যাদের আস্থা নেই এমন সব বামপন্থী ও হিন্দু ব্যক্তিদের দিয়ে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। অথচ এসব ব্যক্তিদের প্রণীত শিক্ষানীতি মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়।’

আখতার হোসেন বুখারী বলেন, পাঠ্যপুস্তকে প্রজনন স্বাস্থ্য শিক্ষার নামে কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে যৌনতা শিক্ষা দেয়া হচ্ছে। গোটা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ব্যাভিচার শেখানো হচ্ছে। অশ্লীলতাকে উস্কে দিচ্ছে।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. ঘবীবুল্লাহ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ নাফি প্রমুখ।

এর আগে বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায়ের সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ও তারা শেখ হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বহিস্কারের দাবি জানিয়েছিল এই সংগঠনটি। সে দাবি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে প্রতিবাদের মধ্যে আজ এ দাবি জানানো হল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি