শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


টার্গেট ২০০, অতীত অভিজ্ঞতা কাজে লাগাবে আ’লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

8006-400x258

ডেস্ক রিপোর্ট :

২০০ পৌরসভায় জয়ের টার্গেট ক্ষমতাসীন আওয়ামী লীগের। সেই লক্ষ্যে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসব পৌরসভায় জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তারা। ইতোমধ্যে আওয়ামী লীগের মনিটরিং সেল ২৩৪টি পৌরসভার ২০০টিতে নিজেদের প্রার্থী এগিয়ে আছে বলে প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবহিত করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক ৩০টি পৌরসভাতেও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ চলছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে প্রাথমিকভাবে প্রচারণাকে প্রাধান্য দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে বিএনপি-জামায়াতের টানা ৯২ দিনের আন্দোলনের সময় সারা দেশে জ্বালাও-পোড়াও, হত্যা, ধ্বংসযজ্ঞ ও অগ্নিকা-সহ জাতীয় বিভিন্ন ইস্যু স্থান পাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, শিা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গত সাত বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে। তবে প্রচারণাকে গুরুত্ব দেয়া হলেও প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নানা কৌশল নিয়ে এগোচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।

প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে যান। সেখানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে নিয়মিত বৈঠকে বসেন তারা। জানা যায়, এসব বৈঠকে দল সমর্থিত প্রার্থীদের জয় ত্বরান্বিত করতে নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রচারণার কৌশল নির্ধারণের চেয়ে বিদ্রোহী প্রার্থীদের থামানোর কৌশল নিয়েই বেশি আলোচনা হয়। বিভিন্ন জেলার নেতা, স্থানীয় এমপি ও বিদ্রোহী প্রার্থীদের সাথে ফোনে যোগাযোগ করছেন তারা।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হলে দেশে-বিদেশে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে এটিকে ইস্যু করে বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী জোট আবারো জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে নামতে পারে। সে জন্য এ নির্বাচনকে ‘প্রেস্টিজ’ ইস্যু হিসেবে নিয়েছে সরকার। সরকারের নীতিনির্ধারকেরা চান এ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপুল বিজয় নিশ্চিত করা গেলে দেশীয় ও আন্তর্জাতিক মহলের কাছে সরকারের জনপ্রিয়তার দিকটি তুলে ধরা যাবে। সে জন্য প্রায় ২০০টি পৌরসভায় জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। বিশেষ করে বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলো ক্ষমতাসীন দলের টার্গেটে রয়েছে।

এ ছাড়া আশঙ্কাজনক ৩০টি পৌরসভাতেও কাজ চলছে বলে জানিয়েছে আওয়ামী লীগ সূত্র। এসব এলাকায় বিদ্রোহী প্রার্থী দমনে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ব্যয় করছে শাসকদল। বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে বিভিন্ন কেন্দ্রীয় নেতাকে দায়িত্বও দেয়া হয়েছে। মানিকগঞ্জে বিদ্রোহী প্রার্থী নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে দলের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও স্থানীয় সংসদ সদস্য, চট্টগ্রামের রাউজানে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুকে দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় এমপিদের সাথে কথা বলে বিদ্রোহী নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।

অন্য দিকে দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সাত বিভাগে আওয়ামী লীগের সাতটি প্রচার টিম গতকাল থেকে একযোগে প্রচারণায় নেমেছে। এতে বাড়তি আকর্ষণ হিসেবে সরকার সমর্থিত সাংস্কৃতিক কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই পৌরসভা নির্বাচনে এসেছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বহুদিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আবার নিজ নিজ এলাকায় ফিরতে পেরেছে। এখন প্রকাশ্যে ভোটও চাচ্ছেন তারা।

অন্য এক নেতা জানান, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাবে আওয়ামী লীগ। বিশেষ করে সর্বশেষ উপজেলা নির্বাচন এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতোই আমাদের কৌশল থাকবে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ পৌরসভায় দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করে আওয়ামী লীগ প্রমাণ করবে জনগণ সরকারের সাথে আছে। সেই লক্ষ্যে যা যা করার আওয়ামী লীগ তাই করবে।

তবে সরকারের অন্য একটি সূত্র জানায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে শেষের কয়েক ধাপ এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে যে কারচুপির অভিযোগ উঠেছিল এবার সে রকম কোনো অভিযোগ উঠুক আওয়ামী লীগ তা চাচ্ছে না। নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর। কারণ, নির্বাচনের ঠিক আগে মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন বাংলাদেশ সফর করে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সে জন্য এ মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিপক্ষের হাতে সরকার নতুন কোনো অস্ত্র তুলে দিতে চায় না।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ  বলেন, দেশের মানুষ এখন মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন কর্মকা- করেছে, জনগণ তা বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরই ভোট দেবে। টানা ৯২ দিন সন্ত্রাসী কর্মকা- করে বিএনপি-জামায়াত জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। সে জন্য বিএনপি-জামায়াতের প্রার্থীদের জনগণ প্রত্যাখ্যান করবে।

দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিন মাসের অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে আবার সেই মানুষের কাছে ধানের শীষ নিয়ে ভোট চাইতে গেলে জনগণ তাদের ধিক্কার দেবে। এ নির্বাচনে দেশের মানুষ বিএনপি-জামায়াতের জঙ্গি ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তির পে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল বিজয় নিশ্চিত করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি