সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকা কলেজে পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার, ২০ ছাত্র আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

efexjnJw557Q-400x297

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা কলেজে ঝটিকা অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সোমবার রাত একটার দিকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী অভিযান অব্যাহত থাকে। এ সময় কলেজের ৭ টি হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রমনা জোনের ডিসি মো. আব্দুল বাতেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনার সময় বিভ্ন্নি হলের হাউজ সুপাররা উপস্থিত ছিলেন। নিয়মিত অভিযানের অংশ দাবি করে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার ওবায়দুল করিম বলেন, অভিযান যে আজকে হবে এ বিষয়ে কিছুই জানিনা। এখানে স্পটে আমরা ইনফর্ম হয়েছি যে উনারা এসেছেন। আমরা বিশ্বাস করি এটা কোন ইনটেনশনালি করা হয়নি। যাদের নেয়া হইছে তাদেরও ইনটনশনালি নেয়া হয়নি।

বৃহস্পতিবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ অভিযান কিনা জানতে চাইলে পুলিশ জানায় ওই ঘটনার সঙ্গে এ অভিযানের কোন সম্পর্ক নেই। এটি তাদের রুটিন ওয়ার্ক।

ডিএমপি’র রমনা জোনের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, এই সার্চিংটা একটা রুটিন ওয়ার্কের মতোই। এটা কোন পার্টিকুলার সাবজেক্টের উপর করছি না। ছাত্র নাম ধরে কোন অপরাধী এখানে অবস্থান করেন কিনা এসব বিষয় নিয়েই আমরা রেইড করেছি। এখানে কিছু চাপাতি, রড, রামদা টাইপের কিছু অস্ত্র আমরা কোন কোন রুম থেকে পেয়েছি। যাদের রুম থেকে পেয়েছি এমন ২০ জনকে আপাতত আমরা নিচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি