শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিএনজি চালকদের এখনো ‘মিটারে পোষায় না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

cng-rent1-400x221

ডেস্ক রিপোর্ট :

রাজধানীতে সিএনজি অটোরিকশার ভাড়ার হার পুনর্র্নিধারণের পর প্রথম কয়েকদিন মিটারেই চলছিলেন চালকরা। এতে স্বস্তিও এসেছিল নগরবাসীর মধ্যে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার পুরনো চিত্রের দেখা মিলছে। বেশিরভাগ ক্ষেত্রেই চালক মিটার অনুযায়ী ভাড়া নিতে আগ্রহী নন। হয় তারা মিটার বন্ধ রাখেন, নয়তো মিটার ওঠা ভাড়ার চেয়ে বেশি দাবি করেন।

গত মাসে নতুন ভাড়ার হার নির্ধারণের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আরটিএ) মিটার চালু রাখার বিষয়ে কড়াকড়ি আরোপের ঘোষণা দিলেও সড়কে তার প্রতিফলন নেই, তাই যাত্রীদের আগের দুর্ভোগই ফিরে এসেছে।

ভাড়ার হার বাড়ানোর পরও কেন মিটারে চলতে আপত্তি- জানতে চাইলে বেশ কয়েকজন অটোরিকশা চালকের কাছ থেকে একই উত্তর আসে- ‘মিটারে পোষায় না’।

চালকদের অভিযোগ, অটোরিকশার মালিকরা সরকারি নির্দেশনার চেয়ে বেশি টাকা জমা নেওয়ায় ‘বাধ্য’ হয়ে বেশি ভাড়া চাইছেন তারা।

২০০৩ সালের জানুয়ারি থেকে সাধারণ যাত্রীদের জন্য ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা সেবা চালু হয়। আগের দুই স্ট্রোক বেবি ট্যাক্সি/স্কুটারের স্থলে আসে চার স্ট্রোকের সিএনজিচালিত এই গাড়ি।

শুরুর দিকে এই গাড়িতে মিটার চালু থাকলেও মাঝে বেশ কয়েক বছর মিটার বন্ধ রেখে যাত্রীদের কাছে ইচ্ছেমতো ভাড়া চাইছেন চালকরা।

গত মাসে সরকার সিএনজি অটোরিকশার ভাড়ার হার বাড়ায়। প্রথম দুই কিলোমিটারের জন্য এখন ভাড়া ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়।

মালিকদের কাছে চালকদের দৈনিক জমার পরিমাণও ৬০০ টাকা থেকে বাড়িয়ে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করা হয়।

যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি সমস্যার মূল কারণ হিসেবে দায়ী করেন গাড়ির মালিকদের।

“কোনো মালিক নির্দেশনা মানে না। ড্রাইভারদের কাছ থেকে তারা ১০০০-১৪০০ টাকা করে জমা রাখছেন। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার তুলনায় চালকের সংখ্যা বেশি হওয়ায় মালিকরা এই সুযোগ নিচ্ছে।”

এ বিষয়ে বি আরটিএ’র এনফোর্সমেন্ট শাখার পরিচালক বিজয় ভূষণ পাল বলেন, “দীর্ঘদিন ধরে এই জায়গায় অনিয়ম চলছিল। আমরা চেষ্টা করছি, গোটা বিষয়টিকে নিয়মের মধ্যে আনার।

আমাদের মোবাইল কোর্ট চালু আছে। বি আরটিএর পক্ষে যা যা করণীয় করা হচ্ছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন সম্ভব নয়, তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি