শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মসজিদে অপরিচিত এক যুবক এসেছিলো’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

151225161348_bagmara_ahmadiya_mosque_bomb_attack_640x360_focusbangla_nocredit-400x224

  ডেস্ক রিপোর্ট :

সাতাশ/আটাশের মতো বয়স হবে। সে সুন্নত নামাজ পড়েছে। সে আমার পাশেই বসে ছিলো এবং জ্যাকেট পরা ছিলো। হাত সবসময়ই জ্যাকেটের পকেটের মধ্যে ঢোকানো ছিলো। ফরজ নামাজের সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়।’

রাজশাহীর বাগমারার মসজিদে বোমা হামলার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ঐ ঘটনায় আহতদের একজন সাহেব আলি। এই বোমা হামলায় যে তিনজন আহত হন, তাদের সবাই এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ বলছে, এই হামলায় একমাত্র নিহত ব্যক্তিকেই তারা বোমা হামলাকারি বলে সন্দেহ করছে। তবে এটি আত্মঘাতী হামলা ছিল, নাকি বোমা ফাটানোর সময় হামলাকারি নিজেও ঘটনার শিকার হয়েছে তা স্পষ্ট নয়।

বাগমারার যে মসজিদে এই হামলা হয়েছে, সেখানে মূলত আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের মানুষই নামাজ পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেখানে প্রায় ৬০/৭০ জন মুসল্লি ছিল। এদের মধ্যে অনেক মহিলা মুসল্লিও ছিলেন।

মসজিদে জুমার নামাজে ইমামতি করছিলেন এস এম সাইফুল ইসলাম।

তিনি বলেন, “আমি নামাজ পড়াচ্ছিলাম। খুতবা শেষে প্রথম রাকাত পড়ার পর যখন দ্বিতীয় রাকাতে যাই, তখন হঠাৎ পেছন দিক থেকে বিকট শব্দ হয়। এরপর মসজিদের মধ্যে চিৎকার চেঁচামেচি করে লোকজন বেরুনোর চেষ্টা করে এবং আমিও বেরিয়ে পড়ি। পরে দেখি একজন যুবক মসজিদের ভেতরেই নিহত হয়েছে। তাকে আমরা চিনি না।তবে আমাদের তিনজন আহত হয়েছে।”

বাগমারার এই মচমইল এলাকায় কয়েক প্রজন্ম ধরে আহমদীয়া সম্প্রদায়ের পঁয়ত্রিশটির মতো পরিবার বসবাস করছে। একটি বাজারের কাছে মসজিদটি তৈরি করা হয়েছে ২০০০ সালে। সেই মসজিদে এই প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো বলে ঐ সম্প্রদায়ের লোকজন বলছে।

রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ বলেছেন, নিহত ব্যক্তিই এই বোমা হামলা চালিয়েছিল বলে তারা সন্দেহ করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মনে করছেন এটিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ছিল না। তিনি বলেন, এটা আত্মঘাতী হামলা হবে কেন। বোমা নিয়ে এসেছিল। বিস্ফোরক তো যে কোন সময় ফেটে যেতেই পারে। তবে যাই হোক, আমরা তদন্তের পরই সবকিছু জানাবো।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে,তার অংশ হিসেবেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। ঘটনার পর পরই পুলিশ মসজিদটি থেকে আলামত সংগ্রহ করে তা সিলগালা করে রেখেছে। ঐ মসজিদে নামাজে অংশ নেয়া কয়েকজনকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি