শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০১৫ সালে ১১০ সাংবাদিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

Journalist-400x224
ডেস্ক রিপোর্ট :

২০১৫ সালে সারা বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত হয়েছে। প্যারিস ভিত্তিক সাংবাদিকদের সংগঠন রিপোটার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এএফপি

আরএসএফ’র প্রতিবেদনে বলা হয়েছে, পেশাধারী সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় শান্তি প্রিয় দেশেই নিহত হয়েছেন। ২০১৫ সালে ৬৭জন সাংবাদিক কর্তব্য পালনের সময় প্রাণ হারিয়েছে আর ৪৩ জন সাংবাদিক অবস্থার পরিপ্রেক্ষিতে নিহত হয়েছেন। এ ছাড়া অপেশাধারী ২৭জন সিটিজেন জার্নালিস্ট ও ৭জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে।

আরএসএফ’র প্রতিবেদনে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়। আইএস জঙ্গিদের মতো সন্ত্রাসীরা সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে টার্গেট করে নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছে।

প্রতিবেন অনুযায়ী, ২০১৪ সালে দুই তৃতীয়াংশ সাংবাদিক যুদ্ধবিগ্রহ দেশের বিভিন্ন এলাকায় নিহত হয়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে ২০১৫ সালের চিত্র তার ঠিক উল্টো। ২০১৫ সালে দুই তৃতীয়াংশ সাংবাদিক যুদ্ধহীন বিভিন্ন এলাকা ও যুদ্ধবিহীন রাষ্ট্রে নিহত হয়েছে।

আরএসএফ’র মহাসচিব ক্রিস্টোফি দিলুরি বলেন, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের সুরক্ষায় নির্দিষ্ট করে নতুনভাবে আন্তর্জাতিক আইন প্রণয়ন করা জরুরি। রাষ্ট্রহীন গ্রুপের অপরাধীরা টার্গেট করে সাংবাদিকদের নৃশংসভাবে হত্যা করছে।  অনেক দেশের সরকারও সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন মেনে চলছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সাংবাদিকরা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভারতের গণমাধ্যম কর্মীরা পাকিস্তান ও আফগানিস্তানের গণমাধ্যম কর্মীদের চেয়ে খারাপ অবস্থায় আছে। ভারতের সরকারকে সাংবাদিক সুরক্ষায় পরিকল্পনা ও বিধি চালু করতে বলা হয়েছে প্রতিবেদনে।

প্যারিস ভিত্তিক সাংবাদিক সংস্থা আরএসএফ বাংলাদেশ সম্পর্কে বলেছে, বাংলাদেশেও চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার তাদের হত্যাকারীদের ধরতে পারেনি। বাংলাদেশের সিটিজেন জার্নালিস্টরা ভীতিতে রয়েছে বলেও আরএসএফ’র প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৫৪ জন সাংবাদিককে জিম্মি করে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে সিরিয়া থেকে আটক করা হয়েছে। ২০১৫ সালে ১৫৩ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে চীনে ২৩ জন আর মিশরে ২২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি