শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করলো বিএসএফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

simanta2
ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গনি (৪৯) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। এসময় আহত আরেক গরু ব্যবসায়ী আলাউদ্দিন বিএসএফ’র হাত থেকে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।

সোমবার দুপুর আড়াইটায় পতাকা বৈঠকের পর নিহত আব্দুল গনির লাশ বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন ও ভারতের ৯৮ বিএসএফ ক্যাম্প কমান্ডার এ কে সিং।

সোমবার ভোরে ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে ।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, বাংলাদেশের দুই গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়। এসময় আব্দুল গনি (৫০) মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।

দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত আব্দুল গনির লাশ ফেরত এনে ভুরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি