শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইংলিশ না জানলে দেশে ফেরত পাঠাবে ব্রিটেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৬

48983-400x320
ডেস্ক রিপোর্টঃ

ইংরেজী ভাষায় অগ্রগতি অর্জনে ব্যার্থ হলে থাকবে না ভিসা এক্সটেনশনের সুযোগও।

স্পাউস ভিসায় ব্রিটেনে আসা নারী পুরুষদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে ব্রিটেনে ইনডেফিনিট লীভ টু রিমেইন আর নাগরিকত্ব প্রাপ্তির পথ। এতদিন যারা স্পাউস ভিসায় ব্রিটেনে আসতেন তারা তাদের প্রাপ্ত ভিসার মেয়াদ শেষে লাইফ ইন দ্যা ইউকে টেষ্ট ও ইসল পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলেও ভিসা এক্সটেনশনের সুযোগ পেতেন। কিন্তু চলতি বছরের অক্টোবর থেকে আড়াই বছরের ভিসার মেয়াদ শেষে অবশ্যই স্পাউস ভিসায় ব্রিটেনে থাকা স্ত্রী বা স্বামীকে ইংরেজীতে উন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ন হতে না পারলে অনুত্তীর্ণ ব্যাক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ব্রিটিশ সরকার।

আগামী অক্টোবরের আগ পর্যন্ত স্পাউস ভিসায় যারা ব্রিটেনে আসবেন বা বর্তমানে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। বর্তমান নিয়মে স্পাউস ভিসায় ব্রিটেনে আসা কোন ব্যাক্তি কেবল ইংলিশ টেষ্টের জন্য ইনভেফিনিট লিভ টু রিমেইন না পেলেও সেক্ষেত্রে কোন পরীক্ষা ছাড়াই ভিসা এক্সটেনশনের সুযোগ বিদ্যমান রয়েছে। প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন সোমবার বলেছেন, ব্রিটেনে বিশেষত মুসলিম নারীদের তাদের স্বার্থেই ইংরেজিতে দক্ষতা অর্জণ জরুরী। ব্রিটেনে ২২ শতাংশ মুসলমান নারী ইংরেজী ভাষায় কথা বলতে দক্ষ নন বা একেববারেই ইংরেজী জানেন না এমনটিই বলা হয়েছে সরকারের তরফে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি