মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘কাউকে গুলি করলেও আমার জনপ্রিয়তা কমবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

635838115365780122-901575687_6358235333419573281092854367_donald-trump-400x283
ডেস্ক রিপোর্টঃ

জনসম্মুখে কাউকে গুলি করলেও জনপ্রিয়তা কমবে না বলে দাবি করেছেন  রিপাবলিকান দল থেকে মনোনিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তিনি আইওয়া রাজ্যে নির্বাচনী এক সমাবেশে এমন মন্তব্য করেন।

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হিসেবে তার জনপ্রিয়তা রয়েছে। এছাড়া ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া উচিৎ নয়’ এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, তিনি প্রকাশ্য রাস্তায় প্রচ- ভিড়ের মধ্যেও কাউকে গুলি করতে পারেন। তাতে তার ভোটের ওপর কোন প্রভাব পড়বে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাঠে নেমে তিনি এরই মধ্যে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ করতে দেয়া উচিত নয়। এ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে তোলপাড় হচ্ছে। বৃটেনে তাকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। প্রায় ৬ লাখ মানুষ তাকে নিষিদ্ধ করার জন্য বৃটিশ সরকারের কাছে আবেদন জানিয়েছে। বৃটিশ পার্লামেন্টেও তীব্র বিতর্ক হয়েছে তাকে নিষিদ্ধ করা নিয়ে। তাকে কোন কোন এমপি ‘বিষাক্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। আইওয়া রাজ্যের প্রচারণায় ইসলাম ও মুসলিম বিরোধী তার বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোন উত্তর দিতে অস্বীকৃতি জানান। বলেন, আমি যদি নিউ ইয়র্কে ৫ম এভিনিউয়ের মাঝখানে দাঁড়ানো থাকি তাহলে কাউকে গুলি করব। তাতে আমার ভোট কমবে না। তার এ বক্তব্যকে এ যাবত যত মন্তব্য করেছেন তার মধ্যে সবচেয়ে বিপদজনক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তিনি এ বক্তব্য দেয়ার সময় ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলেন। একটি ট্রিগারে আঙ্গুল রেখে ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। তবে রিপাবলিকান শিবিরে তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী সমর্থন রয়েছে। তিনি গুলি করা নিয়ে ওই মন্তব্য করার পর টুইটারে সমালোচনার ঝড় উঠেছে। ভানেছা কোনটেছা লিখেছেন জিওপির শীর্ষ স্থানীয় প্রতিদ্বন্দ্বী অস্ত্রের ভয় দেখাচ্ছেন দুষ্ঠুমির ছলে? শার্লি অ্যান এডামস টুইট করেছেন: ট্রাম্প তার সেই পয়েন্টে পৌঁছে গেছেন যেখানে তিনি একটি সরকারকে নিয়ে দাঁড় করাবোন। সেটা হলো নজরদারির তালিকা। ভয়ঙ্কর উস্কানিমুলক বক্তব্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি