সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৪ ছাত্রকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

Students-1-400x300
ডেস্ক রিপোর্টঃ

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর লুৎফুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ ছাত্রকে পিটিয়েছে প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন।

শনিবার সকাল ১০ টায় স্কুল ড্রেস পরে না আসার অপরাধে ছাত্রদের পিটিয়ে আহত করেন তিনি। এদের মধ্যে মারত্মক আহত ৪ জনকে গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের এলাকায় সমালোচনার ঝড় বইছে।

আহতরা হলেন,গোপালনগর গ্রামের আনিচুর রহমানের ছেলে সাব্বির হোসেন,কামাল হোসেনের ছেলে আল মামুন,ওহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন ও পাঞ্জাব আলীর ছেলে সজল। আহতরা সবাই দশম শ্রেণির ছাত্র।

কয়েকজন অভিভাবক জানান,সরকার ছাত্রদের মারধরের বিষয়টি রহিত করলেও সরকারী সিদ্ধান্ত অমান্য করে তার ইচ্ছা মতো ২৪ জন ছাত্রকে পিটিয়েছে প্রধান শিক্ষক।

অভিভাবকবৃন্দ আরো জানান, এর আগেও বানিয়াপুকুর গ্রামের এক ছাত্রকে পিটিয়ে আহত করেছিল ওই প্রধান শিক্ষক। পূর্বের ঘটনার বিচার না হওয়ায় আবারো ছাত্র পিটানোর ঘটনা ঘটেছে।

লুৎফুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যত্য স্বীকার করে বলেন, আহত ছাত্রদের যথাথত চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার বলেন,বিষয়টি তিনি জানেন না। তবুও বিষয় টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি